কাকভোরে পুলিশ গাড়ির সঙ্গে বাসের জোরদার সংঘর্ষ, মৃত ১, আহত ৩

কাকভোরে বাসের সঙ্গে পুলিশের গাড়ির সংঘর্ষে মৃত্যু হল পুলিশের গাড়ির চালকের। সোমবার ভোর ৫টা নাগাদ পূর্ব বর্ধমানের আউসগ্রামের বাগড়াই ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় ২ পুলিশকর্মীসহ ৩ জন আহত হয়েছেন। আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ভোর ৫টা নাগাদ আউসগ্রাম থানার একটি পুলিশ গাড়ি রাস্তা দিয়ে ধীরগতিতে যাচ্ছিল। তখন গুসকরা – নবদ্বীপ রুটের একটি বাস দ্রুতগতিতে এসে পুলিশের গাড়িটিকে ধাক্কা মারে। মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হন গাড়ির চালকসহ ৪ জন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে গাড়ির চালক বিশ্বনাথ মুর্মুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ঘটনায় আহত হয়েছেন আউসগ্রাম থানার এক উপ – পরিদর্শক, একজন কন্সটেবল ও এক সিভিক ভলান্টিয়ার। তাঁদের বর্ধমানে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসের বেপরোয়া গতিই দুর্ঘটনার কারণ। এক স্থানীয় বাসিন্দা বলেন, সকালে ফোনে জানতে পারি ব্রিজ থেকে নামার রাস্তায় দুর্ঘটনা ঘটেছে। এসে দেখি রক্তারক্তি অবস্থা। আমরাই আহতদের উদ্ধার করি। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক। চালকের খোঁজে তল্লাশি শুরু করেছেন আউসগ্রাম থানার আধিকারিকরা।