Adhir Chowdhury : ব্যক্তিগত আক্রমণ নয়, লড়াই হবে রাজনীতির ময়দানে, কৌস্তভকে পরামর্শ অধীরের

ব্যক্তিগত আক্রমণ নয়, রাজনীতির মোকাবিলা রাজনীতি দিয়েই করতে হয়। মঙ্গলবার দেখা হতে কৌস্তভ বাগচীকে এই পরামর্শ দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর এই বক্তব্য মেনে নিয়েছেন কৌস্তভ। তবে মুখ্যমন্ত্রী যদি তাঁর বক্তব্যের জন্য প্রদেশ সভাপতির কাছে দুঃখপ্রকাশ করেন, তবে তিনিও মুখ্যমন্ত্রী পায়ে হাত দিয়ে দুঃখপ্রকাশ করবেন।

সূত্রের খবর মঙ্গলবার সকালে অধীর চৌধুরীর সঙ্গে কথা হয় কংগ্রেসের আইনজীবী নেতা কৌস্তভ বাগচীর সঙ্গে। বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী তাঁকে পরামর্শ দেন, এই ধরনের আক্রমণের জবাব রাজনীতির ময়দান থেকে দিতে হয়। সাংসদ তাঁকে আরও বলেন, রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণের কোনও জায়গা নেই। তাই জবাব ব্যক্তিগত আক্রমণের বদলে রাজনীতির ময়দানে দিতে হবে।

পরে কৌস্তভ সংবাদমাধ্যমে বলেন,’আমার সঙ্গে কথা হয়েছে অধীরদার। আমি তাঁর কথা মেনেই চলব।’ তবে নিজের বক্তব্য প্রসঙ্গে বলেন, ‘আমি মুখ্যমন্ত্রীর কথার পরিপ্রেক্ষিতেই বলেছিলাম। তিনি যদি অধীরদার কাছে দুঃখপ্রকাশ করেন, আমি ওঁর পায়ে হাত দিয়ে দুঃখপ্রকাশ করব।’

ঘটনার সূত্রপাত সাগরদিঘিতে বাইরন বিশ্বাসের জয়ের পর। প্রদেশ কংগ্রেসের অভিযোগ ছিল, নবান্নের সাংবাদিক বৈঠকে থেকে মুখ্যমন্ত্রী অধীর চৌধুরীর প্রয়াত মেয়ের প্রসঙ্গ তুলে তাঁকে আক্রমণ করেন। পাল্টা বিধানভবনে সাংবাদিক বৈঠক করে কৌস্তুভ মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। শনিবার সকালে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পরে ওইদিনই জামিনে মুক্ত হন তিনি।