BGT 2023 | Rahul Dravid: পিচ বিতর্ক নিয়ে মুখ খুললেন দ্রাবিড়। ঠুকে নয় একেবারে চালিয়েই খেলেলেন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy 2023) ভারত, প্রথম দুই টেস্ট জিতে ২-০ এগিয়ে গিয়ে টানা তৃতীয়বারের জন্য ট্রফি ধরে রাখে। নাগপুরে প্রথম ম্যাচে ভারত ইনিংস ও ১৩২ রানে জিতেছিল। দ্বিতীয় টেস্টে দেশের রাজধানীতেও জয়ধ্বজা উড়িয়েছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোং দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্যাট কামিন্সদের হারিয়েছিল (Pat Cummins) ৬ উইকেটে। এরপর ইন্দোরে ৯ উইকেটে অস্ট্রেলিয়া ম্যাচ জিতে যায়। আগামী ৯ মার্চ থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট। আহমেদাবাদে নামার আগে চলতি পিচ বিতর্ক নিয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ভারতীয় দলের হেডস্যার একেবারে চালিয়েই খেললেন তিনি। একদম পয়েন্ট ধরে বুঝিয়ে দিলেন তিনি। মঙ্গলবার আহমেদাবাদে সাংবাদিক বৈঠকে এসে পিচ নিয়ে যা বলার বলে দিলেন।

‘আমি এর খুব একটা ভিতরে যেতে চাই না। ম্যাচ রেফারি রয়েছেন, তিমি মন্তব্য করবেন। আমি তাঁর সঙ্গে একমত হচ্ছি কী হচ্ছি না, তার সত্যিই কোনও গুরুত্ব নেই। কিন্তু কিছু সময়ে ডব্লিউটিসি পয়েন্টের কথা ভাবতে হয়। সেই উইকেটেই খেলার প্রবণতা থাকবে, যেখানে ফল হবে। দেখুন এটা শুধু ভারতেই হচ্ছে না। সারা বিশ্বে হচ্ছে। সবার জন্য সবসময় পারফেক্ট ব্যালান্স পাওয়া কঠিন। যে কোনও ক্ষেত্রেই এমনটা হতে পারে।’ ২০২১ সালের কানপুর টেস্টের কথা বলেছেন দ্রাবিড়। যেখানে ভারতে শেষ দিনে নয় উইকেট তুলতে ব্যর্থ হয়েছিল। দ্রাবিড় সাম্প্রতিক ইতিহাসে ফিরে গিয়ে বলেন, ‘দেখুন দেখুন কানপুরে আমরা যেভাবে ড্র করেছিলাম নিউজিল্যান্ডের বিরুদ্ধে, তাহলে হোম গেমে পিছিয়ে থাকব। যেখানে ১২ তে জয় ও চারে ড্র। ড্রয়ের বদলে জিততেই তো চাইব।’ দ্রাবিড় কোথাও ঘুরিয়ে বুঝিয়ে দিলেন যে, ভারত কখনও পিচ নিয়ে অভিযোগ করে না। ভারতকে বিদেশে যে পিচে খেলতে দেওয়া হয়, ভারত সেই পিচেই খেলে। রোহিতদের হেডস্যার বলছেন, ‘দেখুন ২০২২ সালে আমরা বিদেশে গিয়েও চ্যালেঞ্জিং উইকেটে খেলেছি। দক্ষিণ আফ্রিকায় স্পিনারদের তো কোনও ভূমিকাই ছিল না। দেখুন সবাই এমনই উইকেট তৈরি করতে চায়, যেখানে ফল হবে। যেখানে বল কিছুটা ধরবে। ব্যাটের ওপর ধাক্কা দেবে। এটাই আবশ্যক।’

আরও পড়ুন:WATCH | Team India Celebrates Holi: বিরাটের উদ্দাম নাচ, রোহিত ছুড়ছেন আবির! রং মেখে ভূত টিম ইন্ডিয়া

চলতি বর্ডার গাভাসকর টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে থেকেই অজি শিবিরের আলোচনার কেন্দ্রে ছিল পিচ। ভারতের পিচ নিয়ে প্রথম থেকেই খানিকটা সংশয়ের কথা শোনা গিয়েছিল অস্ট্রেলিয়া (Australia) ক্রিকেটারদের মুখে। ইতিমধ্যে দুটি টেস্ট হয়ে গিয়েছে। নাগপুরএবং দিল্লি দুটো টেস্টেই টিম ইন্ডিয়ার কাছে শোচনীয় হার হয়েছে অস্ট্রেলিয়ার। সেই দুই পিচেরই রিপোর্ট প্রকাশ করেছে আইসিসি)। নাগপুর এবং দিল্লির পিচকে ‘অ্যাভারেজ’ তকমা দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। নাগপুর পিচ নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা অভিযোগ তুললেও তা একেবারে খোলার অনুপযোগী বলতে নারাজ আইসিসি। তবে ইন্দোরের পিচ ‘খেলার অযোগ্য’ বলেই রিপোর্ট দিয়েছে আইসিসি।

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)