BJP Celebrate: ‘‌চড়াম চড়াম’‌ ঢাক বাজিয়ে বিজেপির উল্লাস, জেল–পথ গঙ্গাজল দিয়ে ধোয়া হল

সিবিআইয়ের বিশেষ আদালতের হস্তক্ষেপে অনুব্রত মণ্ডলের দিল্লিযাত্রার জট কেটেছে। আজ, মঙ্গলবার তাঁকে আকাশপথে দিল্লি নিয়ে যাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাই সাতসকালে আসানসোল জেল থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছে অনুব্রত মণ্ডলকে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে এই অনুব্রতরই স্লোগান ছিল— ‘এবার চড়াম চড়াম ঢাক বাজবে।’ এখন পরিস্থিতি তাঁর প্রতিকূলে যাওয়ায় এবং অনুব্রত মণ্ডল মঙ্গলবার সকালে আসানসোল জেল থেকে দিল্লির উদ্দেশে রওনা দিতেই জেলার বাইরে ‘‌চড়াম চড়াম’‌ ঢাক বাজাল বিজেপি।

আর কী ঘটল আসানসোলে?‌ গরু পাচারকাণ্ডে অভিযুক্ত বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা হলেন আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষ। সকাল ৭টায় আসানসোল জেল থেকে বের করে নিয়ে আসা হয়। তারপরই দেখা গেল, বিজেপির মহিলা কর্মীরা জেল সংলগ্ন রাস্তা গঙ্গা জল দিয়ে ধুয়ে দিচ্ছেন। অর্থাৎ শুদ্ধ করছেন। বিজেপির মহিলা কর্মীদের বক্তব্য, একজন প্রসিদ্ধ গরু–চোর এতদিন আসানসোল জেলে থেকেছেন। তাঁকে নয়াদিল্লি পাঠানোর পর আসানসোল জেলের সামনের রাস্তা শুদ্ধ করা হল।

এদিকে গত অগস্ট মাসে রাখীর দিন গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। তারপর থেকে তিনি এই আসানসোল জেলেই ছিলেন। মাঝে এক সপ্তাহ দুবরাজপুর থানার লকআপে ছিলেন। সেটা আবার খুনের চেষ্টার অভিযোগ ছিল কেষ্টর বিরুদ্ধে। কেমন নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে?‌ অনুব্রত মণ্ডলকে নিয়ে কলকাতায় আসার জন্য আসানসোল সংশোধনাগার কন্ট্রোলার কৃশানু গঙ্গোপাধ্যায় এবং একজন সহযোগীকে পাঠিয়েছে। নিরাপত্তায় রাখা হয়েছে আসানসোল–দুর্গাপুর পুলিশের একজন ইনস্পেক্টর, তিনজন সাব ইনস্পেক্টর এবং ১২ জন সশস্ত্র পুলিশের একটি বিশেষ বাহিনী। সঙ্গে দু’টি পাইলট গাড়িও। অনুব্রতর কনভয়ের সামনে এবং পিছনে রয়েছে একটি করে পাইলট গাড়ি। অ্যাম্বুল্যান্সে করে পাঠানো হয়েছে জেলা হাসপাতালের একজন চিকিৎসক অমিয়সিন্ধু দাস–সহ আর একজনকে।

আর কী জানা যাচ্ছে?‌ অন্যদিকে আজ, মঙ্গলবার সকাল পৌনে ৭টা নাগাদ অনুব্রত মণ্ডলকে জেল থেকে বের করা হয়। কলকাতার জোকা ইএসআই হাসপাতালে তাঁর স্বাস্থ্যপরীক্ষা হবে। সেখান থেকে ফিট সার্টিফিকেট পেলেই তারপর তাঁকে নয়াদিল্লির উদ্দেশে নিয়ে যাবে ইডি। আসানসোল থেকে অনুব্রতকে নিয়ে গাড়ি বেরিয়ে যেতেই বিজেপি কর্মীরা জমায়েত করেন জেলের বাইরে। আর গেরুয়া আবির দিয়ে চলে হোলি খেলা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup