#HinduPhobicSwiggy: হোলির বিজ্ঞাপনে একী লিখল সুইগি, রেগে লাল হিন্দুত্ববাদীরা

হোলি উৎসবকে কেন্দ্র করে সুইগির বিজ্ঞাপন। আর সেই বিজ্ঞাপনের উপস্থাপনা নিয়ে এবার মহাখাপ্পা হিন্দুত্ববাদী সংগঠন। রীতিমতো টুইট করে তারা সুইগির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। কিন্তু ঘটনাটি ঠিক কী হয়েছে?

আসলে বিলবোর্ডে সুইগির বিজ্ঞাপনে জ্বলজ্বল করছে দুটো ডিমের ছবি। সেখানে লেখা, ওমলেট, সানি সাইড আপ, কিসি কে শর পর, এরপর হ্যাশটাগ দিয়ে লেখা হয়েছে বুরা মত খেলো। গেট হোলি এসেনসিয়াল অন ইনস্টামার্ট। তবে এই বিজ্ঞাপনের সত্যতা যাচাই করে দেখেনি হিন্দুস্তান টাইমস বাংলা। তবে এই বিজ্ঞাপনকে কেন্দ্র করে রেগে খাপ্পা হিন্দুত্ববাদী সংগঠনের নেতৃত্বরা। এমনকী হোলির মতো অনুষ্ঠানকে কেন্দ্র করে এই ধরনের বিজ্ঞাপন দেওয়া ঠিক হয়নি বলে মনে করছেন তারা।

নেটিজেনরাও এনিয়ে সুর চড়াতে শুরু করেছেন। ফুড ডেলিভারি অ্য়াপ সম্পর্কে এবার তৈরি হচ্ছে নয়া বিরুদ্ধ প্রচার, #HinduPhobicSwiggy। মঙ্গলবার বিকালে সোশ্য়াল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ডিং হয়ে যায় এটা।

হিন্দুত্ববাদী নেত্রী প্রাচী সাধ্বী টুইট করে জানিয়েছেন, সুইগি, ইদে, খ্রীষ্টমাসের সময় আপনি এমন জ্ঞান দেন না কেন? শর টং কে জুরা গ্যাংয়ের ওপর ভয়? আপনি একাধিক সম্প্রদায়ের কাছে সামগ্রী বিলি করেন। সেকারণে আপনার সমস্ত ধর্মকে শ্রদ্ধা করা দরকার। আপনার হোলির বিজ্ঞাপন সরিয়ে ফেলুন।

অল ইন্ডিয়া সাধু সমাজের সদস্য যোগী দেবনাথ টুইট করে জানিয়েছেন, হিন্দুদের উৎসব নিয়ে এই ধরনের একপেশে তথ্য় দেওয়াটা ঠিক নয়। আপনাদের হোলি রিল আর বিলবোর্ড হোলি নিয়ে একটা ভুল ধারণা তৈরি করে দিচ্ছে। আপনাদের এনিয়ে ক্ষমা চাওয়া দরকার। সাংস্কৃতির বৈচিত্রকে উৎসাহ দিয়ে আপনাদের ক্ষমা চাওয়া দরকার।

 

প্রাক্তন শিবসেনা নেতা রমেশ সোলাঙ্কি লিখেছেন, লাখ লাখ মানুষ হোলিতে মাতেন। আপনাদের বিলবোর্ড, রিল এই উৎসবের প্রতি অশ্রদ্ধা জানাচ্ছে। অহিন্দু উৎসবের প্রতি কেন এই ধরনের তথ্য় দেন না? ইচ্ছাকৃত এই ভুলের জন্য় আপনাদের হিন্দুদের কাছে ক্ষমা চাইতে হবে।

এলভিস যাদব নামে এক ইউটিউবার লিখেছেন, হোলি সম্পর্কে একটা নেগেটিভ ধারনা করার জন্য সুইগি এসব করেছে। অহিন্দু উৎসবের তো এই ধরনের বিজ্ঞাপন দেখি না। আসলে এটা একটা পক্ষপাতিত্ব করা হচ্ছে। একটু সংবেদনশীলতা দেখান। হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে আপনাদের।

সোশ্য়াল মিডিয়ায় কার্যত ট্রেন্ড হয়ে গিয়েছে বয়কট সুইগি। তবে সুইগির তরফে সেভাবে কোনও বক্তব্য পাওয়া যায়নি।