ISL 2022-23: Kerala Blasters’s Replay Request Rejected, AIFF Set To Issue ARTICLE 58 Of Disciplinary Code On Ivan Vukomavic

নয়াদিল্লি: ইন্ডিয়ান সুপার লিগে ধুন্ধুমার বাধে দিন কয়েক আগে। রেফারিং নিয়ে প্রবল ক্ষোভের জের পড়ে মাঠে। ম্যাচ চলাকালীন দলই তুলে নেয় কেরল ব্লাস্টার্স (Keral Blasters)। শাস্তিস্বরূপ তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি-কে (Bengaluru FC) সেমিফাইনালের টিকিট দেওয়া হয়।

আইএসএলের প্লে-অফে কেরল ব্লাস্টার্স বনাম বেঙ্গালুরু এফসি-র ম্যাচে চূড়ান্ত বিতর্কের সৃষ্টি হয়েছিল। যে বিতর্কের রেশ এখনও থামার লক্ষ্মণ নেই। কেরল ব্লাস্টার্সের অভিযোগ, তাদের ফুটবলাররা প্রস্তুত হওয়ার আগেই ফ্রি কিক থেকে তাদের বিরুদ্ধে গোল করেছিলেন বেঙ্গালুরুর সুনীল ছেত্রী। সেই ঘটনার প্রতিবাদে ম্যাচ চলাকালীন মাঠ থেকে দল তুলে নিয়েছিল কেরল ব্লাস্টার্স। যা নিয়ে কম বিতর্ক হয়নি। এর পরেই কেরল দলের তরফে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির কাছে বেঙ্গালুরুর বিরুদ্ধে প্লে অফ ম্যাচের রিপ্লের আবেদন করে। সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে এআইএফএফের তরফে। 

গত শুক্রবার কেরল ব্লাস্টার্স দল তাদের ম্যাচ চলাকালীন রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তৎক্ষণাৎ দল তুলে নেয়। স্বাভাবিক ভাবেই ম্যাচে জয়ী ঘোষণা করা হয় বেঙ্গালুরু এফসিকে। রেফারি ক্রিস্টাল জোনস যে ভাবে সুনীল ছেত্রীকে ফ্রি কিক মারতে দেন, তার বিরুদ্ধে আবেদন জানানো হয়েছিল। সেই অভিযোগ প্রসঙ্গে এআইএফএফের এক সূত্র সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে, কেরল ব্লাস্টার্সের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।

ম্যাচের ৯৬ মিনিটে সুনীল ছেত্রীর বিতর্কিত ফ্রি কিক নিয়ে ক্ষোভে ফেটে পড়েন কেরল ব্লাস্টার্সের কোচ ইভান ভুকোমানোভিচ। তিনি দল তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। মাঠ ছাড়ার আগে রেফারির সঙ্গে তুমুল তর্কাতর্কি করতে দেখা যায় কেরল ব্লাস্টার্সের ফুটবলারদের। সব মিলিয়ে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বেনজির ঘটনার সাক্ষী থাকল ভারতীয় ফুটবল।

সেমিফাইনালে মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হবে বেঙ্গালুরু এফ সি। 

শুক্রবার ম্যাচের শুরু থেকে ছিল বেঙ্গালুরুর দাপট। রয় কৃষ্ণ সোনার সুযোগ পেয়েও ফাঁকা গোলে হেড করে বল ঠেলতে ব্যর্থ হন। তবে কেরল ব্লাস্টার্স পরের দিকে পাল্টা লড়াই শুরু করে। বিশেষ করে সাহাল আব্দুল সামাদ পরিবর্ত হিসাবে মাঠে নামার পর। তবে বেঙ্গালুরুর রক্ষণভাগ কেরলের সব আক্রমণ প্রতিরোধ করে দেয়। 

সুনীল ছেত্রীর গোল নিয়ে বিতর্কের ঝড় ওঠে। কেরল দল তুলে নেওয়ায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন বেঙ্গালুরু এফসি-র অন্যতম মালিক, জেএসডব্লিউ-এর কর্ণধার পার্থ জিন্দল। তিনি লেখেন, ‘সত্যি কেরল ব্লাস্টার্স? আপনারা চান ভারতীয় ফুটবলকে এভাবেই মনে রাখা হোক? আপনারা সত্যিই চান আপনাদের হাজার হাজার ভক্ত এই দলকে আর এই ম্যানেজারকে এভাবে মনে রাখুন? চূড়ান্ত হতাশাজনক। অনেক অভিনন্দন বেঙ্গালুরু এফসি’।

আরও পড়ুন: দিল্লি ক্যাপিটালস মহিলা দলের ম্যাচ দেখতে মাঠে হাজির ‘মহারাজ’