Rohit Sharma And Hardik Pandya Shoot Promos For IPL 2023 During Ind Vs Aus Test Series, Video Went Viral

মুম্বই: ইনদওরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আড়াই দিনেরও কম সময়ে তৃতীয় টেস্টে হেরেছে ভারত (Ind vs Aus)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে এখনও ২-১ এগিয়ে ভারত। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা এখনও নিশ্চিত নয়। আমদাবাদে চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়াকে হারালে তবেই ফাইনালের টিকিট নিশ্চিত হবে টিম ইন্ডিয়ার।

আর আমদাবাদ টেস্টের আগে অধিনায়ক রোহিত শর্মা কি না বাইশ গজের দুনিয়ার বাইরে সময় কাটাচ্ছেন! সঙ্গী হার্দিক পাণ্ড্য। কী করছেন ভারতীয় দলের অধিনায়ক?

রোহিত ব্যস্ত ছিলেন শ্যুটিংয়ে। অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার পরেই শুরু আইপিএল। তার আগে আইপিএলের একটি বিজ্ঞাপনের শ্যুটিং করছিলেন রোহিত। আইপিএলে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। আইপিএলের ইতিহাসে সব থেকে সফল অধিনায়কও বটে। দলকে পাঁচ বার চ্যাম্পিয়ন করেছেন। সেই রোহিতকেই দেখা গেল বিজ্ঞাপনের শ্যুটিংয়ে। সেই ভিডিও সোশ্যাল ছড়িয়ে পড়েছে। আর মুহূর্তে তা ভাইরাল হয়ে গিয়েছে।                  

 

 

শুধু রোহিত নন, ভারতের আর এক ক্রিকেটার হার্দিক পাণ্ড্যকেও দেখা গিয়েছে ভিডিওতে। টেস্ট সিরিজের পরই অজিদের সঙ্গে ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুম্বইয়ে প্রথম এক দিনের ম্যাচে রোহিত বিশ্রাম নেওয়ায় হার্দিকই অধিনায়কত্ব করবেন। আইপিএলে গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক। প্রথম বার নেতৃত্ব দিয়ে দলকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। এ বারও তাঁর উপরেই ভরসা রাখছে ফ্র্যাঞ্চাইজি।                      

৩১ মার্চ শুরু হবে এ বছরের আইপিএল। মরসুমের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে গত বারের চ্যাম্পিয়ন হার্দিকের গুজরাত টাইটান্স এবং মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচ রয়েছে ২ এপ্রিল। ফাফ ডু’প্লেসির আরসিবির বিরুদ্ধে এ বারের আইপিএলের যাত্রা শুরু করবে রোহিতের মুম্বই।               

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফি খেলতে ব্যস্ত রোহিত শর্মা। ভারত-অস্ট্রেলিয়া চলতি সিরিজের চতুর্থ ম্যাচটি হবে আমদাবাদে, ৯ মার্চ। ১৭ মার্চ রয়েছে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম ওয়ান ডে ম্যাচ। সেই ম্যাচে পারিবারিক কারণে ভারতের হয়ে নেতৃত্ব দিতে পারবেন না রোহিত শর্মা। তাঁর বদলে ওই ম্যাচে নেতৃত্ব দেবেন হার্দিক।             

আরও পড়ুন: দিল্লি ক্যাপিটালস মহিলা দলের ম্যাচ দেখতে মাঠে হাজির ‘মহারাজ’