Shab-e-barat 2023 best wishes: শবে বরাতের সবাইকে মাফ করেন আল্লাহ , প্রিয়জনদের জানান পবিত্র রাতের শুভেচ্ছাবার্তা

হাদিস অনুযায়ী, আল্লাহ এই পবিত্র রাতে তাঁর বান্দাদের সব গুনাহ মাফ করে দেন। তাদের জাহান্নামের যন্ত্রণা থেকে মুক্তি দেন। পবিত্র এই রাতে তাই ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ পড়েন, কোরান তিলাওয়াত করেন এবং জিকিরে মগ্ন থাকেন। এই দিন অনেকেই রোজা রাখেন। এছাড়াও, অনেকে গোপনে দান খয়রাত করেন। প্রিয়জনদেরও এই রাতে শুভেচ্ছাবার্তা পাঠানোর দিন। তাদের জন্যই রইল কয়েকটি শুভেচ্ছাবার্তা।

  • এই রাতে সব খারাপ শক্তি পুড়ে যাক। জীবনে ইতিবাচক শক্তি আসুক। শবে বরাত মোবারক!
  • এই মহান‌ রাতে, আসুন সব কিছুর জন্য আল্লাহকে ধন্যবাদ। শবে বরাতের শুভেচ্ছা আপনাকে।
  • সকলকে জানাই পবিত্র শবে বরাতের শুভেচ্ছা। আজ সবার সব গুণাহ আল্লাহ ক্ষমা করুক।
  • আজ শবে বরাতের পবিত্র রাতে আল্লাহ সবার গুণাহ মাফ করে দিক। শবে বরাত মোবারক।
  • পবিত্র শবে বরাতের শুভেচ্ছা আপনাকে ও আপনার পরিবারকে। আল্লাহ সদয় হোন।
  • শবে বরাত মোবারক আমার সব দোস্ত, দয়া করে আপনার দোয়ায় আমাকে মনে রাখবেন।
  • আজ শবে বরাতের দিনে আপনার ও আপনার পরিবার অনেক সুখী এমনটাই কামনা করি। শবে বরাত মোবারক!
  • শাবানের মধ্যরাতে (শবে বরাতে) মহান আল্লাহ সবচেয়ে নিচের আসমানে আসেন। এই দিন বনু কালবের ছাগলের চুলের থেকেও বেশি‌ গুণাহ মাফ করেন।
  • এই পবিত্র রাতে আল্লাহ আপনার ও আপনার পরিবারকে আশীর্বাদ অরুক। শবে বরাত ২০২৩ মোবারক।
  • আপনি যদি নিজেকে ক্ষমা করতে পারেন, তাহলেই সবাইকে ক্ষমা করতে পারবেন। ক্ষমাই শবে বরাতের সেরা উপহার যা নিজেকে দিতে পারেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup