উদ্ধার দুই মরদেহের একটি নিখোঁজ ব্যবসায়ী সুমনের, অন্যটি রবিনের

রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজারে বিস্ফোরণে নিখোঁজ স্যানিটারি পণ্যের ব্যবসায়ী, আনিকা এজেন্সির মালিক মমিনুদ্দিন সুমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের নিচতলায় চাপা পড়েছিল লাশটি। ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

বুধবার (৮ মার্চ) বিকালে উদ্ধার কাজ শুরু করার এক ঘণ্টা পর ক্ষতিগ্রস্ত ওই ভবনের বেজমেন্ট থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়। যে দুটি মরদেহ উদ্ধার করা হয় তাদের একটি সুমনের বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অন্য মরদেহটি দোকানের কর্মচারী রবিন হোসেনের। সুমনের দোকানের আরেক কর্মচারী সম্রাটের লাশ মঙ্গলবার রাতেই পাওয়া গিয়েছিল।

এদিকে মমিনুদ্দিন সুমনের মরদেহ উদ্ধারের পর কান্নায় ভেঙ্গে পড়েন তার ভাই নিয়াজ মোরশেদ তাওহীদ ও বেশ কয়েকজন কর্মচারী। জানা যায় ঢাকা শহরে সুমনের বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। সব মিলিয়ে ঢাকার মধ্যে তার প্রতিষ্ঠানে শতাধিক কর্মী রয়েছে। পরিবারের পাশাপাশি এসব কর্মীরা মালিকের নিখোঁজ সংবাদে ছুটে এসেছেন। সুমনের মৃত্যুতে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছেন কর্মীদের ভবিষ্যত।

উল্লেখ্য, সিদ্দিকবাজারের ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২০। অনেকে আহত হওয়ার পাশাপাশি নিখোঁজও রয়েছেন। ভয়াবহ এই বিস্ফোরণে পাশাপাশি থাকা দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা, আরেকটি পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনটির বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বেশি বিধ্বস্ত হয়েছে। পাশের ফাতেমা মার্কেটেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।