১০ নারীকে সম্মাননা দিয়েছে বাফওয়া

নারী দিবসে আলোকিত ১০ নারীকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)। একইসঙ্গে সংগঠনটির পক্ষ থেকে রাজধানীর পঙ্গু হাসপাতাল এবং সাভারের সিআরপি হাসপাতাল পক্ষাঘাতগ্রস্থদের মাঝে হুইল চেয়ার এবং দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ব্রেইল বই বিতরণ করা হয়েছে। 

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বিমান বাহিনীর শাহীন হলে নারী দিবস পালন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের ১ম পর্বে বাফওয়ার সভানেত্রী শেরেবাংলা নগর পঙ্গু হাসপাতাল এবং সাভারের সিআরপি হাসপাতাল (সেন্টার ফর দা রিহাবিলিটেশন দা প্যারালাইজড)-এর পক্ষাঘাতগ্রস্থদের মাঝে হুইল চেয়ার এবং দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ব্রেইল বই বিতরণ করেন।

অনুষ্ঠানের ২য় পর্বে ১০ জন আলোকিত নারী সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা, সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, দি মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের এমডি শামসুন নাহার জাফর, বিখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুসানে গীতি, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও হুমায়রা আজম, রিভ গ্রুপের (লা রিভ) পরিচালক মনুজান নার্গিস এবং চিকিৎসা বছর, বাশারের প্যাথলজিস্ট উইং কমান্ডার রেজিনা জোসমিনের ব্যক্তিগত সফলতার স্মৃতিচারণ এবং সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বাফওয়ার সম্মানিত সভানেত্রী আলোকিত নারীদের বাফওয়া ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।