BJP এলে কতদিনে কেন্দ্রীয় হারে DA পাবেন রাজ্যের কর্মীরা, নতুন কথা শোনালেন সুকান্ত

বিজেপি ক্ষমতায় এলে ৫ – ১০ বছরের মধ্যে কেন্দ্রীয় হারে DA পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। এমনই আশ্বাস দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার মায়াপুরে ইসকন মন্দিরের দোলযাত্রা অনুষ্ঠানে যোগদান করে একথা বলেন তিনি।

এদিন সুকান্তবাবু বলেন, মাথা কাটার তো দরকার নেই, চেয়ারটা ছেড়ে দিন। আমরা DA দিতে পারব বলছি তো। আমাদের ৫ – ১০ বছর সময় দিলে আমরা কেন্দ্রীয় হারে DA দেব। আমাদের সেই সুযোগ দেওয়া হোক। মুখ্যমন্ত্রীর পদে থেকে DA দিতে পারব না বলে উনি অপদার্থতার নজির তৈরি করছেন। সেই অপদার্থ মুখ্যমন্ত্রী থাকার থেকে না-থাকা ভালো।

কলকাতায় আন্দোলনরত চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়িয়ে সুকান্তবাবু বলেন, চাকরিপ্রার্থীদের জীবন এই সরকারের দৌলতে অসহনীয় হয়ে উঠেছে। আন্দোলনকারীদের মধ্যে অনেকেই রয়েছেন যাঁরা যোগ্য। তাদের চাকরি টাকার বিনিময়ে বিক্রি হয়ে গিয়েছে। আমরা ক্ষমতায় এলে তাদের চাকরির ব্যবস্থা করব।

সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের বেতনক্রম আলাদা। ১০৫ শতাংশ ডিএ দিচ্ছি, আর কত চাই? আমার মুন্ডু কেটে ফেললেও এর থেকে বেশি পাবেন না।’