Border-Gavaskar Trophy: Indian Captain Rohit Sharma Believes Mental Mindset More Important Than Skills To Score

আমদাবাদ: কাল থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট (IND vs AUS 4th Test)। সিরিজে আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে পরাজয় এড়াতে পারলেই সিরিজ জিতে নেবে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল (Team India)। তবে গত ম্যাচে দুই ইনিংসেই ভারতীয় দলের ব্য়াটিং সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই ম্যাচের আগেও তাই স্বাভাবিকভাবেই চর্চায় টিম ইন্ডিয়ার ব্যাটিং। অবশ্য ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা কিন্তু মনে করছেন ব্যাটারদের দক্ষতার থেকেও দিনের শেষে তাঁদের মানসিক দৃঢ়তাই সাফল্য এনে দেয়।

মানসিক দৃঢ়তাই আসল

ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, ‘কঠিন পিচের চ্যালেঞ্জ উতরানোর জন্য আমরা না না পথ খুঁজে বের করার চেষ্টা করছি। প্রত্যেক ব্যাটারই ভিন্ন এবং প্রত্যেকেরই রান করার উপায়ও ভিন্ন ভিন্ন। আমাদের দলের সকলেই প্রচুর ম্যাচ খেলেছে। এতদিন পরে তিন সপ্তাহের মধ্যে সবকিছু বদলে ফেলা সম্ভব নয়। মানসিকভাবে দৃঢ় হতে হবে এবং ব্যাটারদের যত দ্রুত সম্ভব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে রান করার পদ্ধতি খুঁজে বের করতে হবে। এই স্তরে কেবল দক্ষতা দিয়ে তেমনকিছু হয় না, দক্ষতার থেকেও মানসিক দৃঢ়তা বেশি প্রয়োজনীয়। প্রতিপক্ষ বোলারদের বিরুদ্ধে ব্যাটারদের ভাল খেলার জন্য মানসিক দৃঢ়তা বেশি দরকার।’

পিচ নিয়ে চিন্তাভাবনা নয়

গোটা বর্ডার-গাওস্কর ট্রফি জুড়েই পিচ নিয়ে প্রবল তর্ক-বিতর্ক হয়েছে। ইনদওরের পিচকে নিম্মমানের রেটিংও দিয়েছিল আইসিসি। রোহিতের দাবি ভারতীয় দলের অন্দরমহলে পিচ নিয়ে তেমন চর্চাই হয় না। তিনি বলেন, ‘যে কোনও টেস্ট ম্যাচ খেলার সময়েই পিচ নিয়ে বেশি মাথা ঘামানোর মানে হয় না। দেশের বাইরে গেলে কোন উপায়ে রান করা সম্ভব, আমরা নিজেদের মধ্যে সেই নিয়েই আলোচনা করে থাকি। কোন পিচে বল ঘুরছে, কোন পিচে  বল বেশি সিম করছে, এসব বিষয়ে দলের কেউই তেমন মাথা ঘামায় না। পরিবেশ যেমনই হোক না কেন আমাদের তো খেলতে হবেই, রান করার উপায়ও নিজেদেরকেই খুঁজে বের করতে হবে।’

তিন স্পিনারের পরিকল্পনা

দল নির্বাচন ও পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় বইছে। এবার নিন্দুকদের দিকে পাল্টা তোপ দাগলেন অস্ট্রেলিয়ার সিনিয়র ক্রিকেটারেরা। কাল থেকে শুরু ম্যাচে অজিদের হয়ে অধিনায়ক হিসাবে দেখা যাবে স্টিভ স্মিথকে। 

চলতি সিরিজে অজি পেসারদের গড় পঞ্চাশের ওপর। স্মিথের মতে, স্পিনারদের নিয়ে আক্রমণ সাজানোই সঠিক। স্মিথ বলেছেন, ‘দেশে বসে মন্তব্য করাটা ভীষণ অদ্ভুত। লোকে বলছে কেন আমরা একজন পেসার ও তিন স্পিনার খেলাচ্ছি। এই ধরনের পিচ দেখলে চিন্তাভাবনা করতে হয়। যেন মনে হয় ৬ দিনে ১১ ইনিংস খেলা হয়েছে। স্পিনাররাই বেশিরভাগ উইকেট নিয়েছে আর স্পিনারদের খেলা কতটা কঠিন সেটাও বোঝা যাচ্ছে। তারপরেও এই ধরনের ধারাভাষ্য হয় ভেবে অবাক লাগে।’ তবে অস্ট্রেলিয়া যে তিন স্পিনার নিয়ে খেলবে, তার ইঙ্গিত দিয়েছেন স্মিথ। বলেছেন, ‘আমরা জানি আমরা কী করছি। নিজেদের ওপর বিশ্বাস রয়েছে। আমরা দেখিয়ে দিয়েছি তিন স্পিনার নিয়ে খেলেও জেতা যায়।’

আরও পড়ুন: মা, বোন, স্ত্রী কন্যা – ভিন্ন রূপে নারীদের জয়ধ্বনি সচিনের গলায়