DA Protest: ডিএ-র দাবিতে ধর্মঘট ব্যর্থ করার ডাক দিয়ে স্কুলে স্কুলে চিঠি তৃণমূল শিক্ষক সমিতির

ধর্মঘট করে পড়ুয়াদের স্বার্থ বিঘ্নিত করা যাবে না। স্কুলে স্কুলে শিক্ষকদের আবেদন জানিয়ে চিঠি পাঠাল তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতি। ডিএ-র দাবিতে আগামী ১০ মার্চ রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন সরকারি কর্মীদের সংগঠন যৌথ মঞ্চ। এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন বামেরাও। ধর্মঘটের বিরোধিতা করে রাজ্যের প্রত্যেকটি স্কুলে চিঠি পাঠাচ্ছে তৃণমূলের শিক্ষক সংগঠনটি।

চিঠি বলা হয়েছে, দাবি আদায়ের জন্য বিচারাধীন বিষয় নিয়ে অনৈতিক ভাবে ধর্মঘট করে পড়ুয়াদের স্বার্থ বিঘ্নিত করা চলবে না। ১০ তারিখ বনধকে ব্যর্থ করে স্কুল চালু রাখারও কথা বলা হয়েছে ওই চিঠি। এ প্রসঙ্গে, তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির রাজ্য সভাপতি দিব্যেন্দু মুখোপাধ্যায় সংবাদমাধ্যমে বলেন, ‘আমরা সমিতির পক্ষ থেকে এই বনধের বিরোধিতা করছি। তাই আমরা স্কুল শিক্ষক-শিক্ষিকাদের কাছে আবেদন জানিয়েছি যাতে ১০ মার্চ স্কুল খোলা রাখা হয়।’

পর্ষদও জারি করতে পারে নোটিস

১৪ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাই তার আগে স্কুল বন্ধ থাকলে যে স্কুলগুলিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয় তারা সমস্যায় পড়বে। কারণ পরীক্ষার দিনকয়েক আগে থেকে স্কুলকে প্রস্তুত করতে হয় পরীক্ষার জন্য। এ জন্য বিপুল পরিমাণ শিক্ষক ও শিক্ষক প্রয়োজন।

তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দাবি, এই ধর্মঘটের প্রভাব পরীক্ষার প্রস্তুতিতে পড়বে না। কিছু দিন আগে দু’দিনের কর্মবিরতির ডাক দিয়েছিল যৌথ মঞ্চ। সেই সময় স্কুলে আসার জন্য শিক্ষক-শিক্ষিকাদের কড়া নির্দেশ দিয়েছিল পর্ষদ। সেক্ষেত্রে ১০ মার্চও সে রকম কিছু নির্দেশিকা জারি করা হতে পারে। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, যে কেউ চিঠি দিতেন পারেন। তার জন্য আন্দোলন বন্ধ হবে না। এই সব চিঠির কথা ভুলেই শিক্ষক-শিক্ষকারা আন্দোলনে সামিল হবেন।