IND Vs AUS 4th Test: Narendra Modi Might Toss The Coin And Commentate Claims Reports

আমদাবাদ: কাল থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট (IND vs AUS 4th Test)। সেই ম্যাচ দেখতে যে মাঠে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ (Anthony Albanese) থাকবেন, তা আগে থেকেই একাধিক জায়গায় রিপোর্ট করা হয়েছিল। নতুন রিপোর্ট অনুযায়ী মোদি শুধুমাত্র ম্যাচে উপস্থিতই থাকবেন না, তিনি ম্যাচে টস করতে পারেন, এমনকী তাঁকে ধারাভাষ্যও দিতে দেখা যেতে পারে। 

টস করবেন প্রধানমন্ত্রী

এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদিই কালকের ম্য়াচে টস করবেন। ওই রিপোর্টেই দাবি করা হয় অজি প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমার ওপর ভীষণই চাপ রয়েছে, কারণ আমি এবং প্রধামন্ত্রী মোদি কয়েন টস করব।’ তবে অজি প্রধানমন্ত্রীর বক্তব্যে এটা স্পষ্ট নয় যে তিনি না ভারতীয় প্রধানমন্ত্রী, ঠিক কে ম্যাচে কয়েন টস করবেন। প্রসঙ্গত, এর আগে ভারতীয় প্রধানমন্ত্রীও আমদাবাদে নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে বসে খেলা দেখেছেন। তবে এই প্রথমবার অজি প্রধানমন্ত্রী এই স্টেডিয়ামে ম্যাচ দেখতে উপস্থিত থাকবেন। প্রসঙ্গত, ভারত-অস্ট্রেলিয়ার ৭৫ বছরের বন্ধুত্ব উদযাপন করতেই কিন্তু এ দেশে আসছেন অজি প্রধানমন্ত্রী অ্যালবানিজ।

মানসিক দৃঢ়তাই আসল

 কাল থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট (IND vs AUS 4th Test)। সিরিজে আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে পরাজয় এড়াতে পারলেই সিরিজ জিতে নেবে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল (Team India)। তবে গত ম্যাচে দুই ইনিংসেই ভারতীয় দলের ব্য়াটিং সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই ম্যাচের আগেও তাই স্বাভাবিকভাবেই চর্চায় টিম ইন্ডিয়ার ব্যাটিং। অবশ্য ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা কিন্তু মনে করছেন ব্যাটারদের দক্ষতার থেকেও দিনের শেষে তাঁদের মানসিক দৃঢ়তাই সাফল্য এনে দেয়।

ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, ‘কঠিন পিচের চ্যালেঞ্জ উতরানোর জন্য আমরা না না পথ খুঁজে বের করার চেষ্টা করছি। প্রত্যেক ব্যাটারই ভিন্ন এবং প্রত্যেকেরই রান করার উপায়ও ভিন্ন ভিন্ন। আমাদের দলের সকলেই প্রচুর ম্যাচ খেলেছে। এতদিন পরে তিন সপ্তাহের মধ্যে সবকিছু বদলে ফেলা সম্ভব নয়। মানসিকভাবে দৃঢ় হতে হবে এবং ব্যাটারদের যত দ্রুত সম্ভব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে রান করার পদ্ধতি খুঁজে বের করতে হবে। এই স্তরে কেবল দক্ষতা দিয়ে তেমনকিছু হয় না, দক্ষতার থেকেও মানসিক দৃঢ়তা বেশি প্রয়োজনীয়। প্রতিপক্ষ বোলারদের বিরুদ্ধে ব্যাটারদের ভাল খেলার জন্য মানসিক দৃঢ়তা বেশি দরকার।’

আরও পড়ুন: তিন স্পিনারই খেলাবে অস্ট্রেলিয়া? সমালোচকদের একহাত নিলেন স্মিথ