IPL 2023: Lucknow Super Giants Unveil Their Jersey For Upcoming Edition

লখনউ: ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজ শেষ হওয়ার পরই শুরু হবে আইপিএল। তিন বছর পর হোম ও অ্যাওয়ে ফর্ম্য়াটে শুরু হবে আইপিএল (IPL 2023)। এই প্রথমবার নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। গতবার যে দুই ফ্র্যাঞ্চাইজি আইপিএলে অন্তর্ভুক্ত হয়েছিল। গুজরাত প্রথমবার আইপিএল খেলতে নেমেই বাজিমাত করেছে। আর এবার ট্রফি জিততে মরিয়া হয়ে মাঠে নামবে লখনউ সুপার জায়ান্টস। বদলে ফেলল নিজেদের জার্সি।

২০২৩ সালের আইপিএলে নতুন জার্সি পরে মাঠে নামবেন কে এল রাহুলরা। নতুন জার্সির উদ্বোধন করল এলএসজি। গতবারের জার্সির সঙ্গে কী তফাত? ২০২২ সালে তারা আকাশি রংয়ের জার্সি পরে খেলতে নেমেছিলেন রাহুল, ক্রুণাল পাণ্ড্যরা। এবার নীল রংয়ের জার্সি বেছে নিল লখনউ সুপার জায়ান্টস। নতুন জার্সির উদ্বোধন হয়ে গেল।

লখনউ সুপার জায়ান্টসের পক্ষ থেকে একটি ফ্যাশন শো-র আয়োজন করা হয়েছিল। যেখানে কে এল রাহুল, রবি বিষ্ণোই, আবেশ খান, জয়দেব উনাদকট, দীপক হুডারা ব়্যাম্পে হাঁটলেন। সেখানেই নতুন জার্সির উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ ও লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ও দলের মেন্টর গৌতম গম্ভীর।
জার্সির রংয়ের সঙ্গে অনেকে টিম ইন্ডিয়ার জার্সির মিলও খুঁজে পেয়েছেন। এই নতুন জার্সি দিয়েই বাজিমাত করবেন ক্রিকেটারেরা, আশা করছেন কর্তারা। আইপিএলে লখনউ তাদের অভিযান শুরু করবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। এবার ঘরের মাঠে ম্যাচ হওয়ায় সমর্থকদের থেকে বাড়তি উন্মাদনা আশা করছে ম্যানেজমেন্ট।                   

 


 


দলের মেন্টর গৌতম গম্ভীর জানিয়েছেন, ধারাবাহিকতার ওপর জোর দিচ্ছেন তাঁরা। সব রকম পরিস্থিতিতে ক্রিকেটারদের মানিয়ে নিতে হবে বলেও জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে জোড়া আইপিএল জেতা অধিনায়ক।                      

আরও পড়ুন: আমদাবাদের পিচ নিয়ে রহস্য, বাইশ গজ নিয়ে ধোঁয়াশা রাখছে বোর্ড?