মেন্ডিসের ব্যাটে প্রথম দিনটা লঙ্কানদের

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটা ভালো কিছুর বার্তা দিয়ে শেষ করেছে শ্রীলঙ্কা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার অসম্ভব লক্ষ্যে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩০৫ রান নিয়ে দিন শেষ করেছে।

ক্রাইস্টচার্চে খেলা শেষের মুহূর্তে ক্রিজে ছিলেন ধনাঞ্জয়া ডি সিলভা ও কাসুন রাজিথা। ধনাঞ্জয়া ৩৯ রানে ব্যাট করছেন। রাজিথা ক্রিজে আছেন ১৬ রানে।

টস জিতে শুরুতে লঙ্কানদের ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। সকালের সেশনে হেনরি-সাউদি যেভাবে বল করছিলেন, তাতে শুধু পরাস্ত হয়েছেন ওশাডা ফার্নান্ডো। ১৩ রানে সাউদির বলে গ্লাভসবন্দি হয়েছেন। তার পর বড় জুটিতে প্রতিরোধ গড়েছেন অধিনায়ক দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিস। এই জুটিতে ১৩৭ রান যোগ হয়েছে।

দলীয় ১৫১ রানে মেন্ডিসকে ফেরাতেই ছন্দপতন হয় সফরকারীদের ইনিংসে। তাকে সেঞ্চুরি বঞ্চিত করেছেন সাউদি। লেগ বিফোরে সাজঘরে ফেরার আগে মেন্ডিস ৮৭ রানে ব্যাট করছিলেন। পরের ওভারে হাফসেঞ্চুরি করে সাজঘরে ফিরেছেন করুনারত্নেও। নতুন করে জুটি গড়ে পরিস্থিতি সামাল দিতে থাকেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দিনেশ চান্ডিমাল। ৮৭ রান যোগ করেন তারা। চান্ডিমালকে (৩৯) বিদায় দিয়ে আবার জুটি ভাঙেন সাউদি। দলীয় ২৬০ রানে ম্যাথুজকেও (৪৭) আউট করে প্রতিরোধ দুর্বল করেছেন হেনরি।

দিনের শেষভাগে নিরোশান দিকবিলাকে (৭) ফিরিয়ে কিউইরা লঙ্কানদের অগ্রযাত্রার পথে কাঁটা বিছিয়ে দিতে পেরেছে। রাজিথা টেলএন্ডার হিসেবে ধনাঞ্জয়ার সঙ্গে পরদিন কতটুকু প্রতিরোধ গড়তে পারেন সেটাই দেখার।

৪৪ রানে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সাউদি। ৬৫ রানে দুটি শিকার করেছেন ম্যাট হেনরি। ১৭ রানে একটি নিয়েছেন মাইকেল ব্রেসওয়েল।

সংক্ষিপ্ত স্কোর:

প্রথম দিন শেষে ৭৫ ওভারে ৩০৫/৬ (মেন্ডিস ৮৭, করুনারত্নে ৫০, ধনাঞ্জয়া ৩৯*, রাজিথা ১৬*; সাউদি ৩/৪৪, হেনরি ২/৬৫)।