৫টি মার্কিন পারমাণবিক সাবমেরিন কিনবে অস্ট্রেলিয়া

যুক্তরাষ্ট্রের কাছ থেকে পারমাণবিক শক্তিচালিত অন্তত পাঁচটি ভার্জিনিয়া সাবমেরিন কেনার ঘোষণা দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা চুক্তির (আকসু) অংশ হিসেবে ২০৩০ দশকের মধ্যে অস্ট্রেলিয়াকে এই সাবমেরিন দেবে যুক্তরাষ্ট্র। চার মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আকসু চুক্তি হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার একটি ত্রিপক্ষীয় নিরাপত্তা চুক্তি। এই চুক্তি মোতাবেক অস্ট্রেলিয়াকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য পারমাণবিক সাবমেরিন অর্জনে সহায়তা করবে। সাধারণ সাবমেরিনের তুলনায় পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আরও বেশি সময় পানির নিচে অবস্থান করতে পারে। পানির নিচে এই সাবমেরিনগুলোকে শনাক্ত করাও কষ্টসাধ্য।

বার্তা সংস্থা রয়টার্সকে এক কর্মকর্তা জানিয়েছেন, এই চুক্তি অনুসারে আগামী বছরগুলোতে অস্ট্রেলিয়ার বন্দরে অন্তত একটি মার্কিন সাবমেরিন থাকার কথা। ২০৩০ দশকের মধ্যে ব্রিটিশ নকশা ও মার্কিন প্রযুক্তিতে আরও বেশ কিছু সাবমেরিন তৈরি করা হবে অস্ট্রেলিয়ায়।

আকসু-এর পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানাতে আগামী সোমবার (১৩ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরে বৈঠক করবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

ধারণা করা হচ্ছে, ২০২১ সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় এই চুক্তিতে সাইবার যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের বিষয়ে দেশগুলো একে অপরকে সহায়তা করার বিষয়টি অন্তর্ভূক্ত করা হবে। এটিকে চীনা প্রযুক্তির ক্রমবর্ধমান বিকাশের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ হিসেবেও দেখা হয়ে থাকে।

মার্কিন প্রযুক্তিতে তৈরি পারমাণবিক সাবমেরিন রফতানির ঘটনা ১৯৬০ সালের পর এবারই প্রথম। ১৯৬০ সালে যুক্তরাজ্যের সাবমেরিনের নকশায় সহযোগিতা করেছিল যুক্তরাষ্ট্র।