Debangshu on Bony Sengupta: কোন পথে বনি এজেন্সিকে ‘এড়াতে পারতেন’, জানালেন দেবাংশু

বিজেপি ছেড়েই কাল হল অভিনেতা বনি সেনগুপ্তর। তাঁকে ইডি-র তলব প্রসঙ্গে এমনটাই মনে করছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। বনিকে তলব প্রসঙ্গে বুধবার তিনি একটি টুইট করেছেন। সেই টুইটে দেবাংশু লিখেছেন,’বনি সেনগুপ্ত যদি বিজেপি না ছাড়তেন, উনিও শুভেন্দু অধিকারীর মত এজেন্সি থেকে ১০ হাত দূরে থাকতে পারতেন!’

নিয়োগ দুর্নীতিতে আর্থিক লেনদেনর তদন্তে বনিকে শুক্রবার তলব করে ইডি। কিন্তু তার আগেই বৃহস্পতিবার তিনি ইডির দফতরে হাজির হন। তদন্তকারী সংস্থার দাবি, তাঁর সঙ্গে হেফাজতে থাকা কুন্তল ঘোষের আর্থিক লেনদেনের হদিশ মিলেছে। সে কারণে অভিনেতার আয়-ব্যায়ের সমস্ত নথি নিয়ে ইডি দফতরে হাজির হতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা নিয়েছিলেন বনি সেনগুপ্ত। এক বছরের মধ্যেই তিনি বিজেপি ত্যাগ করার কথা জানান সোশ্য়াল মিডিয়ায় কারণ হিসাবে তিনি বলেন, বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তা রখতে পারেনি। তার পর বছর ঘুরতে ঘুরতে তাঁকে ইডি-র তলব।

অভিনেতাকে তলব প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘ভোটের সময় দলে এসেছিল। গত দু-বছর বনির সঙ্গে সম্পর্ক নেই। বনি যদি টাকা নিয়ে থাকে তবে তাঁকে ব্যক্তিগত ভাবে জবাব দিতে হবে। দু’মাস বিজেপিতে ছিলেন। এখন আর নেই।’