অশ্বিনের ৬ উইকেট শিকারে অস্ট্রেলিয়া থেমেছে ৪৮০ রানে

আহমেদাবাদে সিরিজের চতুর্থ টেস্টে দ্বিতীয় দিনের শুরু আর শেষের কথা ভেবে স্বস্তি পেতেই পারে ভারত। সকালের সেশনে উসমান খাজা-ক্যামেরন গ্রিনের যেরকম প্রতিরোধ ছিল তাতে স্কোরটা আরও বড় হতে পারতো। সেখান থেকে ম্যাচের গতিপ্রকৃতি বদলাতে ভূমিকা রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন। তার ঘূর্ণিতে প্রথম ইনিংসে ৪৮০ রানে থেমেছে অস্ট্রেলিয়া।  

দ্বিতীয় সেশনে অশ্বিন তিন উইকেট তুলে ম্যাচে ফেরান স্বাগতিকদের। গ্রিন-খাজার ২০৮ রানের জুটি ভেঙেছে তারই ঘূর্ণিতে। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পাওয়া গ্রিনকে ১১৪ রানে গ্লাভসবন্দি করিয়েছেন। এই জুটি আবার ভারতের মাটিতে রেকর্ডও। ১৯৭৯ সালের পর জুটির ডাবল সেঞ্চুরি দেখেছে অজি দল।   

চা বিরতির পর ১০ ঘণ্টায় ১৮০ রানের অনবদ্য ইনিংস খেলা উসমান খাজাকে অক্ষর প্যাটেল বিদায় দিলে ইনিংসের সমাপ্তিটা হয়ে পড়ে আসন্ন। খাজা যখন ফিরে যান তখন স্কোর ছিল ৮ উইকেটে ৪০৯। কিন্তু নবম উইকেট জুটিতে টড মারফি আর নাথান লায়ন মিলে ৭০ রানের জুটি গড়ে ভারতকে হতাশ করেছেন। তাতে স্কোরটাও ভালো অবস্থানে গেছে। শেষের প্রতিরোধও ভেঙেছেন অশ্বিন। তাতে অস্ট্রেলিয়াকে ৪৮০ রানে থামানো গেছে।    

৯১ রানে ৬ উইকেট নিয়েছেন। ১৩৪ রানে দুটি শিকার মোহাম্মদ সামির। একটি করে নিয়েছেন রবিন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল।

এত বড় স্কোরের বিপরীতে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনটা নির্বিঘ্নে শেষ করেছে স্বাগতিক দল। ১০ ওভারে বিনা উইকেটে ভারত ৩৬ রান তুলেছে। ক্রিজে আছেন রোহিত শর্মা (১৭*) ও শুবমান গিল ১৮*। ভারত এখনও পিছিয়ে ৪৪৪ রানে।