বিধিমালা মেনে ভবন নির্মাণের আহ্বান প্রকৌশলীদের

ফায়ার সার্ভিস ও রাজউকের বিধিমালা অনুযায়ী ভবন নির্মাণের অনুরোধ জানিয়েছে প্রকৌশলীদের সংগঠন ইলেকট্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশে। সংগঠনটি জানায়, অগ্নিনির্বাপক বিধিমালা ও রাজউকের বিধিমালা মেনে ভবন নির্মাণ করলে সিদ্দিকবাজারের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না।

শুক্রবার (১০ মার্চ) দুপুরে গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটির সামনের রাস্তায় এক মানববন্ধন থেকে সংগঠনটি এ আহ্বান জানায়।

মানববন্ধন থেকে সংগঠনটির সাধারণ সম্পাদক এম মাহাম্মুদুর রশিদ বলেন,  আমরা মূলত ফায়ার সিকিউরিটি এবং সেফটি নিয়ে কাজ করি। আমাদের মূল উদ্দেশ্য এ বিষয়ে সবাইকে সচেতন করা। ভবন ও ফ্যাক্টরিগুলো ন্যাশনাল বিল্ডিং কোড, রাজউকের বিধিমালা, অগ্নিনির্বাপক বিধিমালা মেনে নির্মাণ করা উচিত। আইন মেনে যদি ভবনগুলো নির্মাণ করা হয় তাহলে দুর্ঘটনা অনেক কমে আসবে।

তিনি আরও বলেন, রানা প্লাজা এবং তাজরিন গার্মেন্টসের দুর্ঘটনার পর বেশ কিছু পরিবর্তন এসেছে। এখন অনেক গার্মেন্টস ফ্যাক্টরি নিরাপদ এবং বিদেশে খ্যাতিসম্পন্ন। আগের মতো আর দুর্ঘটনা ঘটছে না। এভাবে যদি ভবন নির্মাণের ক্ষেত্রে বিধিমালা মেনে চলি তাহলে সিদ্দিকবাজারের মতো ঘটনা ঘটবে না।