বিরাট ভোগান্তি পোহাবে একাধিক ফ্র্যাঞ্চাইজি! চিন্তার কারণ রামধনু দেশের ক্রিকেটাররা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল সিক্সটিনের (Indian Premier League, IPL 2023) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আগামী ৩১ মার্চ থেকে শুরু ক্রোড়পতি লিগ। গতবারের চ্যাম্পিয়ন হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও এমএস ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) দ্বৈরথেই পর্দা উঠছে আইপিএলের ১৬তম সংস্করণের। তবে আইপিএল শুরুর আগেই জানা যাচ্ছে যে, বিরাট ভোগান্তি পোহাতে চলেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি! আর তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলতে চলেছেন রামধনু দেশের ক্রিকেটাররা। জানা যাচ্ছে যে, দক্ষিণ আফ্রিকার একঝাঁক ক্রিকেটারকে আইপিএলের (​South African players) শুরুর দিকে পাওয়া যাবে না। এমনটাই রিপোর্ট এক প্রথমসারির স্পোর্টস ওয়েবসাইটের। 

এক-দু’টি নয় আইপিএলে অংশগ্রহণকারী ১০ ফ্র্যাঞ্চাইজির মধ্যে হাফ ডজন ফ্র্যাঞ্চাইজি চাপে পড়ছে। সবচেয়ে বেশি ভুগতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ। কারণ এই মরসুমে তাঁরা কেন উইলিয়ামসনকে ছেড়ে দিয়েছে। অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে আইদেন মারক্রমকে। এছাড়াও অরেঞ্জ আর্মির প্রথম পছন্দের উইকেটকিপারও প্রোটিয়া। তিনি হেনরিক ক্লাসেন। মারক্রম-ক্লাসেন ছাড়াও দলে রয়েছে মার্কো জানসেন। এই তিন মূতিই দেশের জার্সিতে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবেন। ১৬ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবে। শুধুই হায়দরাবাদ নয় ভুগবে দিল্লি ক্যাপিটালস (অ্যানরিক নোকিয়া, লুঙ্গি নিদি), গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (ডেভিড মিলার), লখনউ সুপার জায়েন্টস (কুইন্টন ডি কক), মুম্বই ইন্ডিয়ান্স (ট্রিস্টান স্টাবস), পঞ্জাব কিংস (কাগিসো রাবাদা)। আসন্ন আইপিএলে দক্ষিণ আফ্রিকার মোট ১৪ জন ক্রিকেটার রয়েছে।

আরও পড়ুনWATCH | Simon Doull: পাক ক্রিকেটারের স্ত্রীর সৌন্দর্যে বেসামাল ধারাভাষ্যকার! অন-এয়ার বলে ফেললেন মনের কথা

চলতি বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। আইসিসি-র শোপিস ইভেন্টে সিংহ দেশের সরাসরি যোগ্যতা অর্জনও রীতিমতো ঝুলে রয়েছে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড বিসিসিআই-কে অনুরোধ করেছে, তাদের প্রথম পছন্দের ক্রিকেটারদের যেন ৩১ মার্চ ও ২ এপ্রিল নেদারল্যান্ডসের বিরুদ্ধে দু’টি ওয়ানডে খেলতে দেওয়া হয়। কারণ এই মুহূর্তে আইসিসি ওডিআই সুপার লিগে নয় নম্বরে অবস্থান দক্ষিণ আফ্রিকার। ফলে এই দুই ম্যাচ খেলে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তারাও বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করতে চায়। বিসিসিআই বুঝতে পেরেছে যে, দক্ষিণ আফ্রিকার অসহায়তা। ফলে সবুজ সংকেত দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)