Sukanya Mondal: সুকন্যা–সহ ১২জনকে তলব করল ইডি, অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে?

হেফাজত শেষে অনুব্রত মণ্ডলকে আজ, শুক্রবার রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করা হল। জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেন এক বাঙালি অফিসার। তারপর অনুব্রত মণ্ডলের সিনিয়র আইনজীবী মুদিত জৈন কেষ্টর সঙ্গে দেখা করলেন এক বাঙালি মহিলা আইনজীবীকে সঙ্গে নিয়ে। ওই মহিলা আইনজীবীর নাম সম্পৃক্তা ঘোষাল। তবে ১১ দিনের ইডি হেফাজত দেওয়া হয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। তার মধ্যেই অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল–সহ মোট ১২ জনকে সমন পাঠাল ইডি। তাঁদের আগামী ১১ দিনে নয়াদিল্লিতে গিয়ে হাজিরা দিতে বলা হয়েছে বলে খবর।

এদিকে অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়ে জেরা করার জন্য তলব করা হয়েছে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকে। আর অনুব্রতর হিসাবরক্ষক–সহ মোট ১২ জনকে নয়াদিল্লিতে তলব করা হয়েছে বলে শুক্রবার রাউস অ্যাভিনিউ কোর্টে জানাল ইডি। গরু পাচারের মাধ্যমে অভিযুক্তের অ্যাকাউন্টে মোটা টাকা গিয়েছে বলেও আজ দাবি করেছেন তদন্তকারীরা। ইডি আজ কোর্টে জানিয়েছে, সায়গল হোসেনকেও তিহাড় জেল থেকে এনে অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসানো হবে। গত ৭ মার্চ অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যায় ইডি। তখন থেকে তদন্তকারীদের হেফাজতেই ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা।

অন্যদিকে অনুব্রত মণ্ডলের পক্ষে সওয়াল করে আইনজীবী মুদিত জৈন দাবি করেন, গত তিনদিনে মাত্র দু’‌ঘণ্টা জেরা করা হয়েছে। তা সত্ত্বেও কেন আবার হেফাজতে চাওয়া হচ্ছে?‌ তখন ইডি পাল্টা যুক্তি দেখায়, এই ধরনের তদন্তে শ্লথগতিতে বন্ধ ঘরে জেরা হয়। তাছাড়া হোলির ছুটি থাকায় তদন্ত প্রক্রিয়ার গতি কম ছিল। ১১ দিন অনুব্রতকে হেফাজতে পেলে তাঁর মেয়ে–সহ আরও ১২ জনকে সমন পাঠিয়ে মুখোমুখি বসিয়ে জেরা করা যাবে। আর সায়গল জেরায় যা বলেছেন, তাতেও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে গরু পাচার মামলায় নিবিড় যোগাযোগের তথ্য মিলেছে।

আর কী জানা যাচ্ছে?‌ সূত্রের খবর, লটারি প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের কাছে জানতে চায় ইডি। আবার বীরভূম ও বীরভূমের বাইরে মোট ৫৩টি জমির দলিল সম্পর্কেও তথ্য জানতে চান অফিসাররা। দুর্নীতির বিপুল অঙ্কের টাকা, কোনও প্রভাবশালী ব্যক্তির কাছে এই টাকার ভাগ পাঠানো হতো কিনা তাও জিজ্ঞাসা করা হয়। চার্জশিটে নাম থাকা ১২ জনের সঙ্গে অনুব্রতর লেনদেন নিয়েও জানতে চাওয়া হয়েছে। নগদ টাকা, রাইস মিল, জমি–সহ একাধিক সম্পত্তির যে হিসাব মিলেছে সে বিষয়ে ইডি জিজ্ঞাসাবাদ করতে চায় এই ১২ জনকে। তাই সমন পাঠানো হয়েছে।