Telangana Vote: আগেভাগে ভোট হচ্ছে না তেলেঙ্গানায়, কবে হবে জানিয়েছেন KCR

তড়িঘড়ি ভোট হবে না তেলেঙ্গানায়। সূচি মেনেই তেলেঙ্গানায় ভোট হবে। তেলেঙ্গানার শাসক দলের তরফে একথা জানানো হয়েছে। ভারত রাষ্ট্র সমিতির এমএলসি কৌশিক রেড্ডি শুক্রবার জানিয়েছেন একথা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এমনটাই খবর। তিনি জানিয়েছে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এমনটাই জানিয়েছেন জাতীয় কর্মসমিতির বৈঠকে। সেক্ষেত্রে আগামী ডিসেম্বর মাসেই তেলেঙ্গানায় ভোট হতে পারে বলে মনে করা হচ্ছে। 

রেড্ডি জানিয়েছেন,  কোনও আগেভাগে ভোটের ব্যাপার নেই। বিআরএস সূচি মেনেই ভোট করবে। গোটা রাজ্য জুড়ে পদযাত্রা হবে। নেতারা সাধারণ মানুষের কাছে যাবেন। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এমনটাই জাতীয় কর্মসমিতির বৈঠকে জানিয়েছেন। 

কেসিআর গত বছর নভেম্বরে জানিয়েছিলেন,  আগে ভোটে যাওয়ার কোনও ব্যাপারই নেই।  সূচি মেনেই আগামী ডিসেম্বর মাসে ভোট হবে। দলের সংসদীয় ও রাজ্যের কর্মসমিতির বৈঠকে তিনি একথা জানিয়েছিলেন। 

এদিকে বিজেপির শক্তি সম্পর্কে ওয়াকিবহাল বিআরএস নেতৃত্ব। সেকারণে তিনি পরামর্শ দিয়েছিলেন, যুদ্ধে মুখোমুখি হওয়ার জন্য় সবরকম প্রস্তুতি নিতে হবে। 

অন্যদিকে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বিআরএসকে দমানোর চেষ্টা করছে বলেও অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। এভাবেই বিজেপি সরকারকে নড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছিলেন। সেই সময় তিনি জানিয়েছিলেন, সিবিআই দিয়ে রেইড করানোর চেষ্টা করছে  ওরা। এমনকী আমার মেয়ে কবিতার বিরুদ্ধেও ওরা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। 

এদিকে কবিতাকে শনিবার জেরা করার কথা রয়েছে। আবগারি পলিসি সংক্রান্ত দুর্নীতিতে নাম জড়়ায় কেসিআর-এর কন্য়ার। এদিকে এই মামলায় অভিযোগ উঠেছে একাধিক আপ নেতারও। এনিয়েই তোপ দেগেছিলেন কেসিআর। 

অন্যদিকে কবিতা এর আগেই অভিযোগ তুলেছিলেন, তেলেঙ্গানা ভোটের আগে ইডি, সিবিআইকে কাজে লাগে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছে বিজেপি। প্রসঙ্গত এই বছরেই ভোট হতে পারে তেলেঙ্গানায়। এবার বিআরএসের সঙ্গে বিজেপির জোর টক্কর হতে পারে তেলেঙ্গানায়। দু দলই তাদের মতো করে ঘুঁটি সাজাতে শুরু করেছে। বিআরএসের তরফে দাবি করা হয়েছে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে শাসকদলকে কোণঠাসা করার চেষ্টা করছে বিজেপি। এদিকে আগেভাগেই ভোট হবে কি না তা নিয়েও নানা জল্পনা ছড়িয়েছিল। তবে কেসিআর ইতিমধ্য়েই জানিয়ে দিয়েছেন, কোনও আগেভাগে ভোট হবে না তেলেঙ্গানায়। একেবারে সময় সূচি মেনেই ভোট হবে তেলেঙ্গানায়।