শান্তনুর কথাতেই কুন্তলকে টাকা দিয়েছিলেন তাপস মণ্ডল, আদালতে জানাল ED

নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার যুব তৃণমূলের সহ সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায়কে আদালতে পেশ করে চাঞ্চল্যকর দাবি করল ED. তদন্তকারীদের দাবি, দুর্নীতির গোড়া এই শান্তনুই। তাঁর কথাতেই তাপস মণ্ডলকে ১৯ কোটি টাকা দিয়েছিলেন কুন্তল ঘোষকে। এদিন জামিনের আবেদন খারিজ করে শান্তনুকে ১৩ মার্চ পর্যন্ত জেল হেফাততে পাঠিয়েছেন মুখ্য বিচারবিভাগীয় বিচারকের আদালতের বিচারক।

এদিন আদালতে ইডি বলেন, নামে – বেনামে শান্তনুর প্রচুর সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। রাতারাতি কী করে সে এত সম্পত্তির মালিক হল তা জানতে চান গোয়েন্দারা। এছাড়াও ইমান কনস্ট্রাকশন নামে শান্তনুর স্ত্রীর নামে থাকা কোম্পানির মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে। কালো টাকা সাদা করতে বলাগড়ে অসম রোডের পাশে ধাবা তৈরি করে সে। আদালতে ইডি জানায় রাজ্য বিদ্যুৎ বণ্টন দফতরের কর্মী শান্তনুর বেতন বছরে ৬ লক্ষ টাকার বেশি হওয়ার কথা নয়। অথচ তিনি প্রতি বছর তার থেকে অনেক বেশি বিনিয়োগ করেছেন। একথা জানিয়ে কুন্তলকে ১৪ দিনের জন্য হেফাজেত চায় ইডি।

এদিন আদালতে শান্তনু কোনও কথা বলেননি। বিকেলে আদালতের তরফে জামিনের আবেদন খারিজ করে শান্তনুকে ২ দিনের ইডি হেফাজতে পাঠানো হয়।

ওদিকে এদিন শান্তনু দাবি করেন, জেলে যারা রয়েছে তাঁরা তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেন তিনি।