শিক্ষাসফরে হামলার শিকার তিতুমীর কলেজের শিক্ষার্থীরা, আহত ১০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষাসফরে এসে স্থানীয় যুবকদের হামলার শিকার হয়েছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। হামলায় ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পানাম নগরীর পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের বহন করা দুটি বাস ভাঙচুর করা হয়েছে। গুরুতর আহত দুই শিক্ষার্থী হলেন সুপ্তি ও রাফি। অপর আহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) এবং পানাম নগরীতে শিক্ষাসফরে আসেন তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৯০ শিক্ষার্থী। সন্ধ্যায় তাদের এক সহপাঠীকে উত্ত্যক্ত করেন স্থানীয় কয়েকজন যুবক। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ‍যুবকদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে হামলার ঘটনা ঘটে। এ সময় ১০ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়। সেইসঙ্গে তাদের দুটি বাস ভাঙচুর করা হয়। পরে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন নাঈম বলেন, শিক্ষাসফরে দুটি বাসে ৯০ শিক্ষার্থী সোনারগাঁয়ে এসেছি। আমরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সন্ধ্যায় পানাম নগরী থেকে ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় আমাদের এক নারী সহপাঠীকে স্থানীয় কয়েকজন যুবক উত্ত্যক্ত করেন। এ নিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই যুবকরা আমাদের ওপর চড়াও হন। এ সময় পানাম নগরীর মাঠে আমাদের দুটি বাস পার্কিং অবস্থায় ছিল। তারা লাঠিসোঁটা নিয়ে বাসে হামলা চালিয়ে গ্লাস ভেঙে ফেলেন। আমাদের পিটিয়ে জখম করেন। আমরা ১০ শিক্ষার্থী আহত হই। অনেকের মাথা ফেটে গেছে, কেউ হাতে আঘাত পান । সুপ্তি ও রাফিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

হামলার বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় যুবকদের বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। এর জের ধরে প্রথমে স্থানীয় কয়েকজন যুবককে শিক্ষার্থীরা মারধর করেছেন। পরে স্থানীয় যুবকরা আরও লোকজন নিয়ে এসে তাদের ওপর হামলা ও বাসের গ্লাস ভাঙচুর করেছেন। গ্লাসের ভাঙা অংশ লেগে শিক্ষার্থীরা আহত হয়েছেন। দুজন শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া আরও কয়েকজন আহত হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে চলে গেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ হামলাকারীদের শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।