1000 year old treasure: ১০০০ বছর আগের গয়না, ধন সম্পদ! খোঁজ পেলেন সাদামাটা ডাচ তরুণ, রোমাঞ্চ পরতে পরতে

হাজার বছরের পুরনো মুদ্রা, গয়না ও আরও ধনসম্পদ। রং চটে গেলেও এগুলির ঐতিহাসিক মূল্য কিছুমাত্র কমেনি।  বহু প্রাচীন সেই ধনসম্পদেরই খোঁজ মিলল এবার। সম্প্রতি এক ডাচ ঐতিহাসিকের চেষ্টায় পাওয়া গেল হাজার বছর পুরনো কিছু ধনসম্পত্তি। বৃহস্পতিবার ডাচ মিউজিয়াম অফ অ্যান্টিকুইটিস (রিজকপমিউসিয়াম ভ্যান আউধেদেন) এমনটাই জানায় সংবাদমাধ্যমকে।

আরও পড়ুন: বৈষম্য ঘুচল, এবার মহিলারাও টপলেস নামতে পারবেন বার্লিনের সুইমিং পুলে

আরও পড়ুন: এত কম দিনে জন্ম সম্ভব? মাতৃগর্ভে সবচেয়ে কম সময় থাকার রেকর্ড দুই যমজ শিশু

বর্তমানে ২৭ বছর বয়স লোরেঞ্জো রুইজটার। তবে মাত্র ১০ বছর বয়স থেকেই ‘ট্রেজার হান্টিং’ অর্থাৎ ধনসম্পদ খোঁজ করার বাতিক ছিল তাঁর। একটি মেটাল ডিটেক্টরের সাহায্যে একরকম শখ করেই খোঁজ করতেন কোথাও কোনও ধনসম্পত্তি রয়েছে কিনা। নেদারল্যান্ডের একটি ছোট্ট শহর হগউডসের বাসিন্দা তিনি। এই দিনের ১০০০ বছর পুরনো কিছু মুদ্রা ও অন্যান্য সোনার গয়না আবিষ্কার করার পর রীতিমতো আনন্দে তিনি। সংবাদমাধ্যমকে রুইজটার বলেন, ‘নতুন কিছু খুঁজে বার করতে আমার বরাবর বেশ ভালো লাগে। আমি মুখে বলে বোঝাতে পারব না কতটা ভালো লাগছে। আমি কখনও ভাবিইনি যে এমন এক সম্পদের খোঁজ পাব!’ একই সঙ্গে তিনি জানান, এই কথা দুই বছর ধরে গোপন রাখতে হয়েছে তাঁকে। যা মোটেই সহজ কাজ নয়।

আরও পড়ুন: দিব্যি হাসে, গালে টোলও পড়ে, মিশরে উদ্ধার রহস্যময় মূর্তি! কী বলছেন বিশেষজ্ঞরা

আরও পড়ুন: কুচকুচে কালো কেঁচো যেন কিলবিল করছে থালায়! থাইল্যান্ডের এই পদ নাকি জিভে জল আনে!

আবিষ্কারের পর মিউজিয়ামের পক্ষ থেকে ওই সম্পত্তিগুলি পরিষ্কার করা ও কোন সময়ের তা খুঁজে বার করার দরকার ছিল। তাই বেশ কিছুটা সময় লেগে যায়। এই নয়া আবিষ্কারের পর জানা যায়, মুদ্রাগুলি ১২৫০ সাল নাগাদ ব্যবহার করা হত। তবে তখনও সেগুলি ২০০ বছর পুরনো ছিল। অর্থাৎ প্রায় ১০০০ বছর আগে তৈরি ওগুলি। বিশেষজ্ঞদের ধারণা, এই ধনসম্পদ কবর দেওয়া হয়েছিল সেই সময়। একই সঙ্গে মিউজিয়াম কর্তৃপক্ষ বলেন, সেই সময়ের নেদারল্যান্ডে সোনার গয়না একেবারেই দুর্লভ। ফলে সেই হিসেবেই বেশ বিরল এই খোঁজ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup