Food Poison: বিয়েবাড়ির খাবার খেয়ে অসুস্থ শতাধিক, খাদ্যে কি বিষক্রিয়া?‌ ঘাটালে আতঙ্ক

বউভাতের অনুষ্ঠানে পাতপেড়ে খেয়েছিলেন আমন্ত্রিতরা। কিন্তু সেই খাবার খেয়েই পেটের ভিতরে অস্বস্তি শুরু হয়। এমনকী সময় যত গড়াতে থাকে ততই হয়ে পড়েন মানুষজন। এই খাবার খেয়ে এখন অসুস্থ শতাধিক। তাঁদের মধ্যে ৫০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তবে তার মধ্যে এক অন্তঃসত্ত্বার অবস্থা আশঙ্কাজনক বলে খবর। অসুস্থদের মধ্যে চারজন শিশু আছে। মাঝরাত থেকে শুরু হয় বমি। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রঘুনাথপুর গ্রামে পৌঁছেছে দু’টি মেডিক্যাল টিম।

খাদ্যে কী বিষক্রিয়া হল?‌ ঘাটালের রঘুনাথপুরের বাসিন্দা বিশ্বজিৎ রায়ের ছেলে সৌরভের বিয়ে ছিল। আর শুক্রবার ছিল বউভাত। সেখানে খানাপিনার আয়োজন করা হয়েছিল। গ্রামের মানুষ ছাড়াও কনের বাড়ি থেকে আত্মীয়রাও এসেছিলেন। কিন্তু রাত থেকেই অসুস্থ হতে থাকেন অনেকে। আজ, শনিবার সকাল থেকে আরও বাড়ছে অসুস্থের সংখ্যা। হাসপাতালে সূত্রে খবর, খাবারে বিষক্রিয়ার জন্য এই ঘটনা ঘটেছে। অসুস্থের সংখ্যা ২০০ ছাড়িয়ে গিয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

আর কী জানা যাচ্ছে?‌ খাদ্যে বিষক্রিয়া নাকি অন্য কোনও বিষয় আছে সেটা খতিয়ে দেখতে ইতিমধ্যেই গ্রামে পৌঁছেছে দু’টি মেডিক্যাল টিম। মহকুমাশাসক সুমন বিশ্বাস, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডলও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। আর নতুন করে কেউ অসুস্থ হচ্ছেন কিনা, সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। তবে বমি, পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন স্থানীয় মানুষজন। মাংসের মধ্যে পোকার মতো কিছু একটা পড়েছিল বলে এখন গ্রামে চাউর হয়ে গিয়েছে।

এখন ঠিক কী পরিস্থিতি? বিয়েবাড়ির প্রীতিভোজ খেয়ে‌ বাড়ি ফেরার পর থেকেই একই অবস্থা হয় সকলের। প্রথমে পেটে অসহ্য যন্ত্রণা। তারপর বমি। কারও কারও পেট খারাপের লক্ষণও দেখা দিয়েছে। মাঝরাত থেকে বুকে কষ্ট শুরু হয়। তারপর বমি। শনিবার ভোরেই হাসপাতালে নিয়ে যেতে হয় একের পর এক গ্রামবাসীকে। হাসপাতালের চিকিৎসকেরা মনে করছেন, খাদ্যে বিষক্রিয়ার কারণেই এমন ঘটনা ঘটেছে। আমন্ত্রিত অতিথির অন্তত ৯০ শতাংশই অসুস্থ হয়ে পড়েছেন। সুতরাং আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup