গ্রুপ সিতে চাকরি গেল রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ তৃণমূল নেতার

গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে চাকরি গেল হেমতাবাদের তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ বাহুবলি নেতার। চাকরিচ্যূত শামসুর রহমান ইটাহারের ছয়ঘরা হাইস্কুলের করণিক পদে কর্মরত ছিলেন। শুক্রবার থেকে বেপাত্তা তিনি। শামসুরের হদিশ জানেন না স্কুলের প্রধান শিক্ষকও।

নিয়োগ দুর্নীতিতে আদালতের নির্দেশে গ্রুপ সি পদে ৮৪২ জনকে বরখাস্ত করেছে SSC. তার মধ্যে রয়েছে তৃণমূল নেতা – মন্ত্রীদের আত্মীয়, পরিজন ও ঘনিষ্ঠদের নাম। এমনকী নাম রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ভাইঝির। সেই তালিকায় নাম পাওয়া গেল হেমতাবাদের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বর্মনের ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতা শামসুরের।

ছয়ঘরা হাই স্কুলের প্রধান শিক্ষক বিনয় কুর্মি বলেন, ‘উনি ৯ মার্চ শেষবার স্কুলে এসেছিলেন। তার পর আমার সঙ্গে যোগাযোগ করেননি। অনুপস্থিতির কারণ জানাননি। ধর্মঘটের দিন স্কুলে এসে জানতে পারি ওনাকে আদালত বরখাস্ত করেছেন।’

বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের দাবি, শামসুর আমার ঘনিষ্ঠ কি না জানি না। তবে ও তৃণমূলের সৈনিক। আদালতের নির্দেশ নিয়ে কিছু বলার নেই।

তবে তাতে থামতে রাজি নয় বিরোধীরা। তাদের দাবি, সত্যজিতের আশীর্বাদেই চাকরি পেয়েছে শামসুর। হেমতাবাদ বিধানসভায় তৃণমূলের যুব সহ সভাপতি সে। ওকে দিয়েই যাবতীয় মার – দাঙ্গা – হুমকি – তোলাবাজি করিয়ে বেড়ান সত্যজিৎ বর্মন। এখন চাকরি যাওয়ায় দূরত্ব বাড়ানোর চেষ্টা করছেন।