6th Pay Commission DA Strike: ডিএ আন্দোলন প্রত্যাহার করার আবেদন রাজ্যপালের, অনশনকারীদের আনন্দ বার্তা

আজ, শুক্রবার ধর্মঘট ডেকেছে সরকারি কর্মচারীদের কয়েক ডজন সংগঠন। বকেয়া ডিএ বা মহার্ঘভাতার দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় হারে ডিএ’‌র দাবি। আর তা নিয়ে ধর্মতলায় চলছে অনশন আন্দোলন। এই অনশন আন্দোলন প্রত্যাহার করার আবেদন জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যা নিয়ে জোর চর্চা হতে শুরু করেছে। কারণ রাজভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বৈঠকের পরই এই বার্তা দিয়েছেন তিনি।

এদিকে বৃহস্পতিবার এই সরকারি কর্মচারীদের ধর্মঘট রুখতে কড়া নির্দেশিকা জারি করেছে নবান্ন। যা নিয়ে সুর চড়িয়েছেন সরকারি কর্মচারীদের সংগঠনও। রাজ্য সরকারের জারি করা নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মচারীদের শুক্রবার কাজে যোগ দিতেই হবে। শিক্ষা প্রতিষ্ঠানে সবাইকে সঠিক সময়ে পৌঁছতে হবে। যদি যথার্থ কারণ ছাড়া কেউ কাজে যোগ না দেন তাহলে একদিনের বেতন কাটা যাবে। আর কর্মজীবন থেকেও ছেদ হবে একদিন। এই পরিস্থিতিতে রাজ্যপালের বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

রাজ্যপালের ঠিক কী বার্তা?‌ অন্যদিকে রাজ্যপাল আলোচনার ভিত্তিতে সব মিটিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বার্তা, ‘‌আলোচনার মাধ্যমে যে কোনও সমস্য়ার সমাধান হয়।’‌ অর্থাৎ রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসে মীমাংশার পথে হাঁটার বার্তা দিয়েছেন তিনি সরকারি কর্মচারী সংগঠনদের। তবে তাতে তাঁরা সাড়া দেবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। মন্ত্রী মানস ভুঁইয়াও বার্তা দিয়েছেন, মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের পাশেই আছেন। রাজ্যের প্রাপ্য টাকা কেন্দ্র আটকে রেখেছে তাই বকেয়া ডিএ দিতে দেরি হচ্ছে। এই পরিস্থিতিতেও ডিএ দেওয়া হয়েছে কয়েকদিন আগেই। আর একটু সময় পেলে বাকিটাও দেওয়া হবে।

রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর কী আলোচনা হল? সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কাছ থেকে সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘভাতার বিষয়ে জানতে চান রাজ্যপাল। সিভি আনন্দ বোসের কাছে গোটা বিষয়টি ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর রাতেই ডিএ আন্দোলনকারীদের অনশন প্রত্যাহারের আবেদন জানালেন রাজ্যপাল। অথচ বঙ্গ–বিজেপির নেতারা আজকের ধর্মঘটের পক্ষে সওয়াল করেছেন। স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ধর্মঘটে সরকারের চাপ পড়লে তাঁরা পাশে আছেন বলে আশ্বাস দিয়েছেন। সেখানে রাজ্যপালের বার্তা মুখ পোড়ালো বিজেপি নেতাদের বলেই মনে করা হচ্ছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup