বিস্ফোরণে দগ্ধ মা-ছেলে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি

নারায়ণগঞ্জের ফতুল্লায় এমএস টাওয়ারের দশ তলা ভবনের ষষ্ঠ তলায় বিকট শব্দে বিস্ফোরণে দগ্ধ মা ও ছেলেকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। রবিবার (১২ মার্চ) রাত ১০টার দিকে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে হাসপাতালটির জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন অগ্নিদগ্ধ অন্তঃসত্ত্বা কুলসুম আক্তার (২৫) ও তার ছেলে খালিদ (৩)। কুলসুমের জন্য গাইনি বিভাগের চিকিৎসক আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

এর আগে এদিন সন্ধ্যায় ফতুল্লার মাসদাইর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের আজানের কিছুক্ষণ পর এমএস টাওয়ারের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ হয় ও আগুন ধরে যায়। ফ্লাটের সব আসবাবপত্র লন্ডভন্ড হয়ে গেছে। অনেক আসবাবপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আশঙ্কাজনক অবস্থায় মা-ছেলেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।