Ind vs Aus Live Update: এখনও ৮৮ রানে এগিয়ে ভারত, আজ আমদাবাদে শেষ দিন কি থ্রিলারের অপেক্ষা?

<p><strong>আমদাবাদ: </strong>&nbsp;১০২৫ দিনের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। অবশেষে টেস্ট ক্রিকেটে নিজের ২৮তম শতরান হাঁকালেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Ind vs Aus) চতুর্থ টেস্টর চতুর্থ দিনে দারুণ ধৈর্য্যের উদাহরণ দিয়ে অনবদ্য ১৮৬ রানের ইনিংস খেলেন ‘কিং কোহলি’ (Virat Kohli)। এটি বিরাটের কেরিয়ারের ৭৫তম আন্তর্জাতিক শতরান। সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে বিরাট শতরান হাঁকালেও লাল বলের ক্রিকেটে তাঁর ফর্ম নিয়ে বারংবার প্রশ্ন উঠছিল। সেই সকল প্রশ্নের জবাব ব্যাট হাতেই দিলেন বিরাট।</p>
<p>শুভমন গিলের ১২৮ রানের পর বিরাট&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/virat-kohli" data-type="interlinkingkeywords">কোহলি</a>র ব্যাটে ভর করেই ভারতীয় দল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৮০ রানের স্কোর টপকে যেতে সক্ষম হয়। তাঁর ও অক্ষর পটেলের ১৬২ রানের পার্টনারশিপ&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>কে লিড এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বিরাটের দুরন্ত শতরানে শোরগোল সোশ্যাল মিডিয়ায়। অনুরাগী থেকে প্রতিপক্ষ দলের তারকা ব্যাটার, কেউই বিরাটের বিরাটকে শুভেচ্ছা জানাতে কুণ্ঠা করেননি। অজি তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার, ‘চ্যাম্পিয়নদের নিয়ে কখনই সন্দেহ করা উচিত নয়।’ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফরও বিরাটকে শুভেচ্ছা জানান।</p>
<p>চতুর্থ টেস্টের চতুর্থ দিনের শেষে ভারত ৮৮ রানে এগিয়ে আছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৮০ রানে অল আউট হয়ে গিয়েছিল। এর পরিবর্তে ভারত ৫৭১ রান তুলে নেয় প্রথম ইনিংসে। এদিনের খেলার পর নিজেদের গেমপ্ল্যান নিয়ে মুখ খুললেন অক্ষর।&nbsp;</p>
<p>চতুর্থ দিনের খেলার পর অক্ষর বলছেন, ”ব্যাট হাতে দলের জন্য কিছু যোগদান দিতে পেরেছি, তাঁর জন্য় আমি খুবই খুশি। আমি চেয়েছিলাম যত বেশি সম্ভব রান করতে পারি। ক্রিজ ধীরে ধীরে ব্যাটিংয়ের জন্য সহজ হয়ে যাচ্ছিল। আর আমার চালিয়ে খেলা ছাড়া উপায়ও ছিল না। ক্রিজে নতুন আসার পর শট খেলা কঠিন হয়, কিন্তু একবার সেট হয়ে যাওয়ার পর আর কোনও সমস্যা হয় না।” উল্লেখ্য, নিজের ইনিংসে ৫টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান অক্ষর।&nbsp;</p>
<p><a href="https://bengali.abplive.com/topic/ipl-2022">আইপিএল</a>&nbsp;শুরু হতে আর দিন পনেরো বাকি। ১ এপ্রিল মোহালিতে পাঞ্জাব কিংস ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। তার আগে পিঠের চোটে নাজেহাল অবস্থা শ্রেয়সের। পরিস্থিতি এতটাই সঙ্গিন যে, আমদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভারতের প্রথম ইনিংসে ব্যাটই করতে পারলেন না শ্রেয়স। নবম উইকেট পতনের পরই ভারতকে অল আউট ঘোষণা করা হয়। কারণ, ম্যাচ রেফারি ও আম্পায়ারদের জানিয়ে দেওয়া হয় যে, ব্যাট করতে অক্ষম শ্রেয়স।</p>
<p>ম্যাচের তৃতীয় দিন শ্রেয়সের আগে ব্যাট করেন রবীন্দ্র জাডেজা। তখনও শ্রেয়সের চোটের ব্যাপারটা জানাজানি হয়নি। বরং মনে করা হয়েছিল যে, ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের জন্যই শ্রেয়সের আগে পাঠানো হয়েছে জাডেজাকে। কিন্তু পরে ম্যাচের চতুর্থ দিন জাডেজা আউট হওয়ার পরেও শ্রেয়স ব্যাট করতে নামেননি। পরে ভারতীয় শিবির থেকে জানানো হয় যে, পিঠের নীচের অংশের ব্যথায় কাবু শ্রেয়স। তাঁকে স্ক্যান করার জন্য আমদাবাদের এক হাসপাতালে পাঠানো হয়।&nbsp;</p>