Ind Vs Aus: Shreyas Iyer Ruled Out Of The Rest Of The Test Match At Ahmedabad, Confirms BCCI

আমদাবাদ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Ind vs Aus) চতুর্থ টেস্ট ম্যাচের পঞ্চম দিন সাতসকালে ধাক্কা খেল ভারত। পিঠের নীচের অংশের চোটের জন্য ম্যাচ থেকে ছিটকেই গেলেন শ্রেয়স আইয়ার। সোমবার সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হল, পিঠের চোটের জন্য এই টেস্ট ম্যাচে আর অংশ নেবেন না মুম্বইয়ের তারকা। তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখবে ভারতীয় দলের মেডিক্যাল টিম।

তাঁর পিঠের চোট যে শুধু ভারতীয় শিবিরকে সমস্যায় ফেলেছে তা নয়। বরং শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) নিয়ে আরও বেশি উদ্বেগে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। চোটের জন্য না আইপিএল (IPL) থেকেই ছিটকে যেতে হয় কেকেআর (KKR) ক্যাপ্টেনকে!

আইপিএল শুরু হতে আর দিন পনেরো বাকি। ১ এপ্রিল মোহালিতে পাঞ্জাব কিংস ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। তার আগে পিঠের চোটে নাজেহাল অবস্থা শ্রেয়সের। পরিস্থিতি এতটাই সঙ্গিন যে, আমদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভারতের প্রথম ইনিংসে ব্যাটই করতে পারেননি শ্রেয়স। নবম উইকেট পতনের পরই ভারতকে অল আউট ঘোষণা করা হয়। কারণ, ম্যাচ রেফারি ও আম্পায়ারদের জানিয়ে দেওয়া হয় যে, ব্যাট করতে অক্ষম শ্রেয়স।

ম্যাচের তৃতীয় দিন শ্রেয়সের আগে ব্যাট করেন রবীন্দ্র জাডেজা। তখনও শ্রেয়সের চোটের ব্যাপারটা জানাজানি হয়নি। বরং মনে করা হয়েছিল যে, ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের জন্যই শ্রেয়সের আগে পাঠানো হয়েছে জাডেজাকে। কিন্তু পরে ম্যাচের চতুর্থ দিন জাডেজা আউট হওয়ার পরেও শ্রেয়স ব্যাট করতে নামেননি। পরে ভারতীয় শিবির থেকে জানানো হয় যে, পিঠের নীচের অংশের ব্যথায় কাবু শ্রেয়স। তাঁকে স্ক্যান করার জন্য আমদাবাদের এক হাসপাতালে পাঠানো হয়। 

পরে জানা যায়, শ্রেয়সের পিঠের স্ক্যান রিপোর্ট খুব একটা উৎসাহব্যঞ্জক নয়। সূত্রের খবর, রবিবার মাঠেই আসতে পারেননি শ্রেয়স। তবে পিঠের সমস্যা বেশ কয়েকদিন ধরেই ভোগাচ্ছে মুম্বইয়ের তারকাকে। বর্ডার-গাওস্কর সিরিজের প্রথম টেস্টেও পিঠের ব্যথার জন্য খেলতে পারেননি তিনি। তার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও খেলেননি শ্রেয়স। সেবারও পিঠের ব্যথাই ভুগিয়েছে শ্রেয়সকে।

শেষ পর্যন্ত ম্যাচ থেকেই ছিটকে গেলেন শ্রেয়স। ভারত যদি অস্ট্রেলিয়াকে অল আউট করে দিয়ে নিজেরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতেও নাম, খেলতে পারবেন না শ্রেয়স। কেকেআরের সমর্থকেরা আপাতত প্রার্থনা করছেন, আইপিএলের আগে যেন সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন অধিনায়ক।

আরও পড়ুন: শারীরিক অসুস্থতা নিয়েই শতরান! কেমন আছেন বিরাট কোহলি? জানালেন অক্ষর