Journalist stabbed: খাস কলকাতায় সাংবাদিককে ছুরিকাঘাত, ছিনতাই করে পালাল দুষ্কৃতী, তদন্তে পুলিশ

দুষ্কৃতীদের হাতে ফের আক্রান্ত হলেন সাংবাদিক। একটি উর্দু দৈনিকের সাংবাদিককে ছুরিকাঘাত করার অভিযোগ উঠল। সেইসঙ্গে দুষ্কৃতীরা তার কাছ থেকে আড়াই হাজার টাকার ছিনতাই করেছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বেনিয়াপুকুরের ওরিয়েন্ট রোর কাছে রাত আড়াইটা নাগাদ। ওই সাংবাদিককে ভর্তি করা হয়েছে ইসলামিয়া হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। জানা গিয়েছে, ওই সাংবাদিকের নাম রিজওয়ান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার দরগাহ রোডে অফিস রয়েছে ওই সাংবাদিকের। রাত আড়াইটে নাগাদ কাজ সেরে ওরিয়েন্ট রো ধরে তিনি বাড়ি যাচ্ছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকায় এবং তাঁকে ছুরি দেখিয়ে টাকা পয়সা সব কিছু বের করে দিতে বলে। এ নিয়ে ওই সাংবাদিক আপত্তি জানালে তার সঙ্গে দুষ্কৃতীর বচসা বাঁধে। সেই সময় আচমকা ছুরি দিয়ে সাংবাদিককে আঘাত করে ওই দুষ্কৃতী এবং তার কাছ থেকে আড়াই হাজার টাকা ছিনিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে স্থানীয় বিধায়কের ঠিক বাড়ির কাছে।

কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) শঙ্খশুভ্র চৌধুরী জানিয়েছেন, রাত আড়াইটে নাগাদ ওই সাংবাদিক ওরিয়েন্ট রো ধরে তালবাগান লেনে দুষ্কৃতীরা রিজওয়ানকে আটকে আড়াই হাজার টাকা ছিনতাই করেছে এবং তাঁকে ছুরিকাঘাত করেছে। বর্তমানে ইসলামিয়া হাসপাতালে ভর্তি রয়েছেন ওই সাংবাদিক। এই ঘটনায় রাতের শহরে নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।

প্রসঙ্গত সম্প্রতি আলিপুরদুয়ারে পুলিশের হাতে আক্রান্ত হয়েছিলেন এক সাংবাদিক। ওই সাংবাদিক চোখে গুরুতর আঘাত পান। ডুয়ার্স উৎসবের সময় আলিপুরদুয়ারে ওই সাংবাদিকের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। ঘটনায় ওই পুলিশকর্মীর বিরুদ্ধে শাস্তির দাবি ওঠে। অন্যদিকে, গত ২০ মে বিহারের বেগুসরাইয়ে দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন এলাকার তরুণ সাংবাদিক সুভাষ কুমার মাহাতো। অভিযোগ ওঠে, বালি মাফিয়াদের বিরুদ্ধে লাগাতার খবর করায় তাকে খুন হতে হয়। সেই ঘটনায় তিন অভিযুক্তকে পুলিশ হুগলির চন্দনগর থানা এলাকা থেকে গ্রেফতার করে। চন্দননগরের গোস্বামী ঘাট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল ওই তিন যুবক। খবর পেয়ে চন্দননগর থানার পুলিশ তাদের গ্রেফতার করে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup