Rohit Sharma makes a big statement regarding Virat Kohli health update

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টিম ইন্ডিয়ার (Team India) দুই মহাতারকার ইগোর লড়াই নিয়ে অনেক নিউজপ্রিন্ট খরচ হয়েছে। একজন রোহিত শর্মা (Rohit Sharma)। আর একজন বিরাট কোহলি (Virat Kohli)। তবে একজন খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলে আর একজন এগিয়ে এসেছেন। অতীতেও সেটা দেখা গিয়েছে। এবার সেই ঘটনা সবার সামনে চলে এল। ১২০৫ দিন পর অবশেষে খরা কাটিয়ে লাল বলের ক্রিকেটে তিন অংকের মুখ দেখলেন ‘কিং কোহলি’ (King Kohli)। তবে পুরো ফিট ছিলেন না। পায়ের পেশি ছাড়া জ্বরেও আক্রান্ত ছিলেন বিরাট। তবুও দাপটের সঙ্গে বাইশ গজে যুদ্ধে নিজেকে সঁপে দিয়েছিলেন। আর তাই বর্ডার গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy 2023) ২-১ ব্যবধানে জেতার পর, ৩৬৪ বলে ১৮৬ রান করা বিরাটের প্রশংসায় পঞ্চমুখ দলের অধিনায়ক। 

রোহিত বলেন, “গত বছর আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে শতরান করার পর থেকেই বিরাটের কাঁধ থেকে বোঝা নেমে গিয়েছিল। আর এবার টেস্টে শতরান করে বাকি থাকা বোঝাও নামিয়ে দিল বিরাট। আসলে এটাই তো হওয়ার ছিল। ও স্তরের ব্যাটার, তাতে টেস্টেও শতরান করা ছিল শুধু সময়ের অপেক্ষা। এর আগেও বিরাট ভারতীয় দলেরর জন্য লড়াই করেছে। ভবিষ্যতেও সেউ ধারাবাহিকতা বজায় রেখে চলবে।”

আরও পড়ুন: Rohit Sharma, ICC Test Championship Final 2023: টেস্ট ফাইনাল নিয়ে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন রোহিত, কিন্তু কীভাবে?

আরও পড়ুন: Virat Kohli, BGT 2023: টেস্টে ১২০৫ দিন পর শতরান করে নিন্দুকদের চুপ থাকতে বলে দিলেন বিরাট

আহমেদাবাদ টেস্টে নামার আগে অসুস্থ ছিলেন বিরাট। ব্যাট করার সময় তাঁর পেশিতে টান লেগেছিল। এমনটাই দাবি করেছিলেন অনুষ্কা শর্মা। ফিল্ডিং করার সময় মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন বিরাট। তাঁর শারীরিক অবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় উঠে গিয়েছিল। যদিও রোহিত বরাবরের মতো এবারও নেটিজেনদের একহাত নিলেন। তিনি যোগ করেন, “সোশ্যাল মিডিয়া আসলে গুজবের আখড়া, বিরাটের অসুস্থতা মোটেও গুরুতর নয়! এটা ঠিক ব্যাট ও ফিল্ডিং করার সময় ওর পেশিতে টান লেগেছিল। গায়ে অল্প জ্বরও আছে। মাঝেমধ্যে কাশতেও দেখলাম। তবে চিন্তা করার কিছুই নেই। আসলে সোশ্যাল মিডিয়াতে বড্ড বেশি বাড়িয়ে লেখা হয়। আমি এগুলো পাত্তা দিতে নারাজ।” 

কেরিয়ারের ২৭ তম থেকে ২৮ তম টেস্ট শতরান পেতে তাঁর সময় লেগেছিল পুরো ১২০৫ দিন। লাল বলের ক্রিকেটে বড় রানের খরাকে একেবারে পাঠালেন মাঠের বাইরে। শেষ টেস্টের চতুর্থদিন বিরাট পেয়ে গিয়েছিলেন তাঁর অধরা মাধুরী। লাল বলের ক্রিকেটে তাঁর শতরান দেখার ‘তীর্থের কাক’-এর মতো বসেছিলেন অনুষ্কা। বিরাট শতরান করার পরেই ৭৫ তম ১০০ উৎসর্গ করেন অনুষ্কাকেই। গলার চেইনে ঝোলানো বিয়ের আংটিতে ঠোঁট বুলিয়ে, ভারতের প্রাক্তন অধিনায়ক বুঝিয়ে দেন যে, এই শতরান তিনি স্ত্রীকেই উৎসর্গ করেছেন। আর তাই অনুষ্কা ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাটের শতরান উদযাপনের ছবি পোস্ট করে লেখেন, ‘অসুস্থতার সঙ্গে লড়াই করেও ও যেভাবে মানসিক স্থিরতা নিয়ে খেলল, সেটা আমাকে সবসময় অনুপ্রাণিত করে।’ অনুষ্কা বলেই দিলেন যে, তাঁর স্বামীর শরীরের অবস্থা মোটেই ভালো ছিল না। চোট নিয়েই খেলেছিলেন বিরাট। তাঁর দাবি সত্যি ছিল। তাই তো ব্যাট করার সময় পায়ের পেশিতে চোট পেয়ে মাঠেই শুয়ে পড়েছিলেন তিনি। এবার রোহিতও তাঁর সতীর্থের অসুস্থতার কথা স্বীকার করে নিলেন। তবে একইসঙ্গে তাঁর দাবি, অহেতুক গুজব ছড়ানোর কোনও মানে হয় না। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)