Shatabdi Roy: ‘‌যেভাবে ভোট হয়েছিল সেভাবেই হবে’‌, পঞ্চায়েত নির্বাচন নিয়ে দাবি করলেন শতাব্দী

দু’‌দিন আগে বীরভূমের তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায় বলেছিলেন, অনুব্রত মণ্ডল যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন বা কোনও অঘটন ঘটে তাহলে দায় নিতে হবে ইডি–সিবিআইকে। এবার বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জেলায় না থাকলেও ভোট আগে যেমন হয়েছিল তেমনই হবে বলে আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায়। অর্থাৎ শান্তিপূর্ণভাবে ভোট হবে। আর বিপুল পরিমাণ ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস মানুষের সমর্থনে।

ঠিক কী বলেছেন তৃণমূল সাংসদ?‌ দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে নলহাটি ১ ব্লকের বড়লা পঞ্চায়েতে এসেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায়। শনিবার তিনি বলেন, ‘অনুব্রত মণ্ডলের নেতৃত্বে ভোট হয়েছে। তৃণমূল কংগ্রেস কর্মী–নেতারা এত বছর ধরে ভোট করেছেন। যদি সারা বছর একজন শিক্ষক পড়ান, তারপরে পরীক্ষার সময় দার্জিলিং বেড়াতে যান। তাহলে কি পড়ুয়ারা ফেল করে? তা তো হয় না। এত বছর ধরে জেলায় অনুব্রত মণ্ডলের নেতৃত্বে যাঁরা কাজ করেছেন তাঁরা জানেন কী করে ভোট করতে হয়। তাঁরা করবেন।’

কেন এমন বললেন সাংসদ?‌ গরু পাচার মামলায় বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। এই ঘটনায় কেষ্টর অনুগামীরা হতাশ হয়ে পড়েছে। ‘কেষ্টদা’ ছাড়া পঞ্চায়েত নির্বাচন কেমন করে হবে তা নিয়ে চিন্তিত তাঁরা। তাই ভোকাল টনিক দিয়ে চাঙ্গা করতে চেয়েছেন সাংসদ। তাই সম্প্রতি সাঁইথিয়ার অভিরামপুরে শতাব্দী রায় বলেন, ‘কেমন করে ভোট করতে হয় দলের নেতারা জানেন। আগে বহু নির্বাচনে অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করে রাখা হয়েছিল। তখন কি ভোট হয়নি? যেভাবে ভোট হয়েছিল সেভাবেই হবে।’ আর এবার বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফল ভাল হবে।’‌

ঠিক কী মনে করছে তৃণমূল কংগ্রেস?‌ সম্প্রতি বীরভূম জেলার কোর কমিটি গড়ে দেওয়া হয়েছে। সেখানে কাজল শেখ বিশেষ দায়িত্ব পেয়েছেন। যিনি কিনা বীরভূমকে অনুব্রত মণ্ডলের মতোই হাতের তালুর ন্যায় চেনেন। তাই শতাব্দীকে সমর্থন করে তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য বলেন, ‘তৃণমূল কংগ্রেসের যে সংগঠন আছে তাতে শতাব্দী ঠিক কথা বলেছেন। নির্বাচনের প্রাক্কালে এই সব পরিযায়ী দলের আবির্ভাব হয়। হেরে আবার সাড়ে চার বছর ঘরে ঢুকে যায়।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup