ফাইল হাতে ১ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্সে পৌঁছালেন বনি, এড়ালেন সাংবাদিকদের প্রশ্ন

ইডির তলবে নির্দিষ্ট সময়ের প্রায় ১ ঘণ্টা পরে বিধাননগরের সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন অভিনেতা বনি সেনগুপ্ত। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ হলুদ ফাইল নিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। তবে সাংবাদিকদের প্রশ্নের কোনও জবাব দেননি বনি।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যে জড়িয়েছে অভিনেতা বনি সেনগুপ্তের নাম। অভিযোগ, কুন্তল ঘোষের থেকে ৪০ লক্ষ টাকা নিয়ে বিলাসবহুল গাড়ি কিনেছিলেন তিনি। গত সপ্তাহে এই নিয়ে বনিকে ৯ ঘণ্টা জেরা করেন ইডির গোয়েন্দারা। তার পর তাঁকে নথিসহ হাজির হতে বলে মঙ্গলবার ফের তলব করে ইডি। এদিন বেলা ১১টার মধ্যে তাঁকে হাজির হতে বললেও বনি পৌঁছন বেলা ১২টা নাগাদ। হাতে ছিল হলুদ ফাইল। এদিন সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর দেননি বনি।

বনির দাবি, কুন্তলের সঙ্গে তাঁর ছবি করার কথা ছিল। সেজন্য আগাম ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ছবির কাজ হয়নি। তখন কুন্তলের নির্দেশে বেশ কিছু স্টেজ শোয়ে হাজির হয়েছিলেন তিনি। এভাবেই তিনি কুন্তলের টাকা পরিশোধ করেন। যদিও টলিপাড়া সূত্রে খবর, ছবি করতে অত টাকা নেন না বনি।

ইডির গোয়েন্দাদের অনুমান, গত কয়েকবছরে বেশ কয়েকবার বিদেশ সফরে গিয়েছেন বনি। কুন্তলের টাকা বিদেশে পাচার করতেই সফরগুলি করেছেন তিনি। তার নজরানা হিসাবে পেয়েছিলেন গাড়িটি। এদিন বনির বিদেশ সফরের নথিও আনতে বলেছেন গোয়েন্দারা। সঙ্গে আনতে বলা হয়েছে গাড়ি কেনার নথি। এখন দেখার, ইডির দফতর থেকে কখন বেরোন আর বেরিয়ে সাংবাদিকদের কী বলেন বনি।