শুভেন্দুকে ১৪ মার্চ নন্দীগ্রামে সভা করার অনুমতি হাইকোর্টের

শুভেন্দু অধিকারীর পিছনে লাগতে গিয়ে ফের একবার আদালতের চড় খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পুলিশ। ১৪ মার্চ শুভেন্দুকে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এর আগে অনুমতি দিতে অস্বীকার করেছিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।

১৪ মার্চ নন্দীগ্রামে পুলিশের গুলিচালনার ঘটনার স্মরণে শহিদ তর্পণ অনুষ্ঠানের আয়োজন করবে বিজেপি। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু সেই কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ। এর পর বিচারপতি রাজশেখর মান্থার এজলাসের দ্বারস্থ হন শুভেন্দু। সোমবার সেই মামলার শুনানিতে শর্তসাপেক্ষে শুভেন্দুকে অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেন বিচারপতি। তিনি জানান সকাল ৮টা থেকে ১০টা ৩০ মিনিটের মধ্যে কর্মসূচি শেষ করতে হবে। সোনাচূড়া – গোকুলনগরে কর্মসূচি পালন করতে পারবেন শুভেন্দু। আদালতের এই নির্দেশে ফের একবার শুভেন্দু অধিকারীর সঙ্গে লড়তে গিয়ে রাজ্য পুলিশের পরাজয় হল।

২০০৭ সালে নন্দীগ্রামে গুলি চালায় বাম সরকারের পুলিশ। গুলিতে নিহত হন ১৪ জন স্থানীয় বাসিন্দা। তার পর থেকে ওই দিনটিকে ‘নন্দীগ্রাম দিবস’ হিসাবে পালন করে তৃণমূল। ২০২০ সালে শুভেন্দুবাবু বিজেপিতে যোগদানের পর থেকে এই দিনটি পালন নিয়ে নন্দীগ্রামে দুপক্ষের ব্যাপক দড়ি টানাটানি শুরু হয়।