Mary Kom Aims To Compete In Asian Games Before Retirement

নয়াদিল্লি: গত অগস্টে কমনওয়েলথ গেমসের আগেই ট্রায়ালের সময় বাঁ-পায়ে গুরুতর আঘাত পান ভারতের কিংবদন্তি বক্সার মেরি কম (Mary Kom)। তাঁর বাঁ-হাটুতে মোচড় লেগে লিগামেন্টই ছিঁড়ে যায়। তিনি যে নিজের কেরিয়ারের শেষ লগ্নে উপনীত হয়েছেন, সেই বিষয়ে মেরি কম ভালভাবেই অবগত। তবে অবসরের আগে শেষবার একটি টুর্নামেন্টে নামতে আগ্রহী ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন। আপাতত এশিয়ান গেমসই (Asian Games) মেরি কমের পাখির চোখ।

অগস্টে চোট

মহিলাদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে ভারতীয় দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়ে মেরি কম বলেন, ‘কমনওয়েলথ গেমসের ট্রায়ালের সময় যেটা ঘটেছিল, তা ভীষণ দুর্ভাগ্যজনক। এই গুরুতর চোটের জেরে আমায় অস্ত্রোপ্রচার পর্যন্ত করাতে হয়। আমি দ্রুতই ফিরতে চাই, কারণ আমার হাতে কেবল এই বছরটাই রয়েছে। পরের বছর আমায় অবসর নিতে বাধ্যই করা হবে। তাই এই আমি অবসরের আগে যে কোনও টুর্নামেন্টে রিঙে নামতে আগ্রহী।’

মেরি কমের স্বপ্ন

নিয়ম অনুযায়ী ৪০ উর্ধ্ব বক্সাররা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না। মেরি কম এই বছরের নভেম্বর মাসেই ৪১-এ পা দেবেন। মেরি কমের দাবি তিনি অবসর নিতে বিন্দুমাত্র আগ্রহী নন। তবে তাঁর পক্ষে সেটা এড়ানো সম্ভব নয় জেনেই এশিয়ান গেমসকে পাখির চোখ করে এগোচ্ছেন। ‘আমি তো অবসর নিতেই চাই না। পরবর্তী পাঁচ বছর খেলা চালিয়ে যেতে চাই। তবে দুর্ভাগ্যবশত ৪০ উর্ধ্বে আমাদের অংশগ্রহণ করার নিয়ম নেই। এশিয়ান গেমসই আমরা প্রধান লক্ষ্য, আশা করছি তার আগেই ফিট হয়ে যাব। নিজেকে প্রস্তুত করার জন্যও যথেষ্ট সময় পাব। অবসরের আগে এই বছর একবার কোনও প্রতিযোগিতায় নামাটা আমার স্বপ্ন।’ দাবি মেরি কমের।

নেতা স্মিথ

গত সপ্তাহেই অস্ট্রেলিয়ান অধিনায়ক (Australia Captain) প্যাট কামিন্সের (Pat Cummins) মা পরলোক গমন করেন। সেই কারণেই আমদাবাদে চতুর্থ টেস্টের জন্য ভারতে না ফিরে দেশেই ছিলেন কামিন্স। আশা করা হচ্ছিল কামিন্স হয়তো ১৭ তারিখ থেকে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজের জন্য দলে ফিরবেন। তবে তেমনটা হচ্ছে না। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানিয়ে দেওয়া হল যে কামিন্স ওয়ান ডে সিরিজেও খেলবেন না।

অস্ট্রেলিয়ার তরফে দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানান, ‘প্যাট ফিরছে না। ও এই অবস্থায় এখনও দেশেই নিজের পরিবারকে সামাল দিচ্ছে। আমরা সকলেই এই দুঃখের দিনে প্যাট ও তাঁর পরিবারের পাশে রয়েছি।’ কামিন্স দ্বিতীয় টেস্ট খেলেই অস্ট্রেলিয়ায় ফিরে যান। তাঁর অনুপস্থিতিতে তৃতীয় ও চতুর্থ টেস্টে স্টিভ স্মিথ (Steve Smith) অজি দলের অধিনায়কত্ব করেন। তিনিই ওয়ান ডে সিরিজেও অস্ট্রেলিয়ান দলকে নেতৃত্ব দেবেন।

আরও পড়ুন: পড়তে চলেছে ঢাকে কাঠি, মন-মাথায় ঘুরছে আইপিএল, কী বার্তা দিলেন বিরাট?