MI-W vs GG-W, 1 Innings Highlight: অর্ধশতরান হরমনপ্রীতের, গুজরাতের সামনে ১৬৩ রানের লক্ষ্যমাত্রা রাখল মুম্বই

<p><strong>মুম্বই:</strong> উইমেন্স প্রিমিয়ার লিগে আজকের ম্যাচে গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে খেলতে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ব্যাট হাতে রান পেলেন মুম্বইয়ের ক্য়াপ্টেন হরমনপ্রীত কৌর। তাঁর অর্ধশতরানের ওপর নির্ভর করেই প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান বোর্ডে তুলে নেয়। টস জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাত ক্যাপ্টেন স্নেহ রানা।&nbsp;</p>
<p>প্রথমে ব্য়াট করতে এসে খাতা খোলার আগেই ফিরে যান হিলি ম্যাথিউজ। তবে অপর ওপেনার ইয়াস্তিকা ভাটিয়া ও ন্যাট স্ক্রিভার মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। ইয়াস্তিকা ৪৪ রানের ইনিংস খেলে রান আউট হয়ে ফিরে যান। ন্যাটও ৩৬ রান করেন। এরপর যদিও মিডল অর্ডারে নেমে হরমনপ্রীত দুর্দান্ত অর্ধশতরানের ইনিংস খেলেন। ৩০ বলে ৫১ রান করে প্যাভিলিয়নে ফেরেন হরমনপ্রীত। ৭টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান। গুজরাত টাইটান্সের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নেন অ্যাশলে গার্ডনার। ১টি করে উইকেট পান কিন গার্থ, স্নেহ রানা ও তনুজা কানওয়ার।</p>
<p><strong>ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ</strong></p>
<p>একটা, দুটো নয়, টানা তিনটে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে টানা তিন ম্যাচ জিতে নিল বাংলাদেশ। ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে বাটলার বাহিনীকে হোয়াইটওয়াশ করল শাকিব আল হাসানের দল। এদিন ঢাকায় শেষ ম্যাচেও ইংল্য়ান্ডকে ১৬ রানে হারিয়ে দিল বাংলাদেশ।</p>
<p>ঢাকায় এদিন শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। বাংলাদেশের হয়ে ওপেনে নেমেছিলেন লিটন দাস ও রনি তালুকদার। ৫৭ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন লিটন। নিজের ইনিংসে ১০টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান ডানহাতি তরুণ বাংলাদেশি ব্যাটার। রনি ২৪ রান করে ফেরেন। নাজমুল হোসেন শান্ত ৩৬ বলে ৪৭ রানের ইনিংস খেলেন। ১টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে বোর্ডে ১৫৮ রান তুলে নেয় বাংলাদেশ।</p>
<p>জবাবে ব্য়াট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪২ রানের বেশি তুলতে পারেনি ব্রিটিশ বাহিনী। ডেভিড মালান দলের হয়ে সর্বাধিক ৪৭ বলে ৫৩ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান মালান। ৩১ বলে ৪০ রানের ইনিংস খেলেন ক্যাপ্টেন জস বাটলার।</p>