UP Smuggling: বালিয়ায় ধৃত তিন পাচারকারী, সঙ্গে ছিল ৯৭ ‘সুন্দরী’, জেরার পর মারাত্মক স্বীকারোক্তি

উত্তরপ্রদেশের বালিয়া রেলস্টেশনে হাতেনাতে ধরা পড়ল তিন পাচারকারী। রবিবার ৯৭টি ‘সুন্দরী’ কচ্ছপে ভর্তি একটি ব্যাগ নিয়ে আজমগড় থেকে পশ্চিমবঙ্গ আসছিল ওই পাচারকারীর দল। প্ল্যাটফর্মের উপর তাদের সঙ্গে ভারী বস্তাটি দেখেই সন্দেহ হয় রেল পুলিশের। তৎক্ষণাৎ জিজ্ঞাসাবাদ করতেই ধরা পড়ে যায় ওই দলটি। দেখা যায়, ব্যাগের ভিতর ৯৭টি কচ্ছপ রয়েছে, যাদের‌ মূলত সুন্দরী কচ্ছপ বলা হয়।

আরও পড়ুন: প্রেমিকার বয়স ৮০০, এক বাড়িতে কেটেছে ২৬ বছর, পুলিশ পৌঁছে দেখল জলজ্যান্ত হরর

আরও পড়ুন: গোপনাঙ্গে খুব সমস্যা, লিঙ্গটাই কেটে বাদ দিলেন চিকিৎসক! ক্ষুব্ধ রোগী যা করলেন

আরও পড়ুন: মায়ের শাসন নিয়ে ‘তীব্র প্রতিবাদ’ একরত্তির! একগুচ্ছ অভিযোগ তার, ভাইরাল ভিডিয়ো

সোমবার জিআরপি পুলিশ আধিকারিক ভিকে সিং সংবাদমাধ্যমকে জানান, তিনজনের এই চক্রটি আজমগড় থেকে পশ্চিমবঙ্গ যাচ্ছিল। এর মধ্যে বাকি মন্ডল ও মহেন্দ্র প্রতাট নামে দুজন পশ্চিমবঙ্গের বাসিন্দা।‌ হেমন্ত নামের অন্যজন উত্তরপ্রদেশের লোক। ভিকে সিংয়ছর কথায়, উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে ওই কচ্ছপগুলি পাচার হচ্ছিল।

আরও পড়ুন: ছিল ধোসা, হয়ে গেল বিড়াল? রাঁধুনির স্টান্টের ভিডিয়ো দেখে জিভে জল নেটিজেনের

প্রসঙ্গত সুন্দরী কচ্ছপ নামের এই বিশেষ প্রজাতির কচ্ছপ ১৯৭২ সালের ভারতীয় আইন বন্যপ্রাণ সংরক্ষণ আইন দ্বারা সুরক্ষিত। এদের নিয়ে কোনওরকম ব্যবসায়িক কাজ রীতিমতো গুরুতর শাস্তির যোগ্য। শুধু ভারত নয়, ২০১৮ সালে রাষ্ট্রসংঘআন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ আইনেও এই কচ্ছপগুলিকে সংকটজনক তালিকাভুক্ত করা হয়েছে। সেই মাফিক এদের ধরলে জরিমানা থেকে জেল হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিখ কী কারণে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল সুন্দরী কচ্ছপদের? পুলিশি জেরায় ওই তিন পাচারকারী জানান, মূলত মাংসের জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল ওই ৯৭ কচ্ছপকে। পুলিশের হাতে ধরা পড়তে না পড়তেই আসল সত্যি স্বীকার করে পাচারকারীরা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup