Visva Bharati University: বিশ্বভারতীতে অনুপমের ভাষণ শুনে অনুপ্রাণিত উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানে যোগ দিয়ে অনুপ্রেরণামূলক ভাষণ দিলেন অভিনেতা অনুপম খের। তা শুনে অনুপ্রাণিত হলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। অনুপ্রাণিত হয়ে উপাচার্য জানান, কাজে যোগ দেওয়ার পর থেকেই তিনি বিশ্বভারতীতে বহুবার বাধার সম্মুখীন হয়েছিলেন। বেশ কয়েকবার পদ ছেড়ে দেওয়ার কথা ভেবেছেন। তবে এবার তিনি ঠিক করেছেন কাজ চালিয়ে যাবেন। বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে ‘ব্যর্থতার শক্তি’ শীর্ষক ওই অনুষ্ঠানে সোমবার যোগ দেন অনুপম খের।

এদিন বক্তব্য রাখতে গিয়ে নিজের জীবনের লড়াইয়ের কথা তুলে ধরেন অভিনেতা। কাশ্মীরে জন্ম থেকে তাঁর পরিবারের বিতাড়িত হওয়ার কথা, শিমলায় বড় হওয়ার কথা, নাটক নিয়ে পড়াশোনা, সিনেমায় সুযোগ হওয়ার আগে দীর্ঘ লড়াইয়ের কথা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন অনুপম। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘কোনও ব্যক্তি ব্যর্থ হয় না, কোনও ঘটনায় ব্যর্থ হতে পারে, তাই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে।’ যদিও অনুপমের আসাকে কেন্দ্র করে বিক্ষোভ হতে পারে বলে মনে করছিল বিজেপি। তবে সেরকম কিছুই ঘটেনি। সোমবার দুপুর ২ টো নাগাদ তিনি বিশ্বভারতীতে আসেন। সেখানে রতন কুঠিতে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর রবীন্দ্রভবনে যান। সেখানে রবীন্দ্রভারতী মিউজিয়াম ঘুরে দেখেন। তিনি জানান, নাটক নিয়ে পড়াশোনার সময় তিনি রবীন্দ্রনাথের বেশ কয়েকটি নাটক পড়েছিলেন। তখন থেকেই তাঁর ইচ্ছে ছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আসার। অনুপম আরও বলেন, ‘কিছু মানুষ থাকেন যারা কাজ করতে ভালোবাসেন। আর কিছু মানুষ ফাঁকা কথা বলে।’ তিনি বলেন, ‘আমি কাজ করতে ভালোবাসি বলেই ৩৮ বছরের দীর্ঘ সিনেমা জীবনে ৫৩৪ টি সিনেমা করেছি।’ এর পাশাপাশি রাজনৈতিক হিংসা নিয়েও তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘হিংসা একটি জায়গাকে শেষ করে দিতে পারে।’

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের সূত্রে জানা গিয়েছে, উপাচার্য জবাবি ভাষণে বলেন, বিশ্বভারতীতে যোগ দেওয়ার পরেই তিনি বিভিন্ন বাধার সম্মুখীন হন। উপাচার্যের অভিযোগ, তাঁকে বাধা দেওয়ার পাশাপাশি আটকে রেখে হেনস্থা করা হয়েছে। এরপর একসময় তিনি পদ ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু, অনুপমের ভাষণে আবার তাঁকে এগিয়ে যেতে সাহায্য করবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup