IIT Madras Student Suicide: IIT মাদ্রাজে এ কী হচ্ছে? একমাসের ব্যবধানে আত্মহত্যা দ্বিতীয় পড়ুয়ার

আইআইটি মাদ্রাজের তৃতীয় বর্ষের বিটেক কোর্সের এক ছাত্র মঙ্গলবার আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, আত্মঘাতী পড়ুয়া অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এই পড়ুয়ার রুমমেটরা তাঁকে হোস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মৃত পড়ুয়ার বয়স মাত্র ২০ বছর। এই নিয়ে একমাসের মধ্যে দ্বিতীয়বার আইআইটি মাদ্রাজের কোনও পড়ুয়া আত্মঘাতী হলেন। এদিকে মঙ্গলবারের ঘটনায় প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, সম্ভবত পড়াশোনার চাপ সহ্য করতে না পেরেই আত্মঘাতী হন এই পড়ুয়া। (আরও পড়ুন: কর্মীদের নতুন করে বড় ধাক্কা দিতে চলেছে মেটা, এক লপ্তে ছাঁটাই হবেন ১০ হাজার!)

এক পুলিশ অফিসার ঘটনা প্রসঙ্গে বলেন, ‘প্রাথমিক তদন্তের পর আমাদের অনুমান, পড়াশোনায় মনোযোগ দেওয়া এবং তার অ্যাকাডেমিক অ্যাসাইনমেন্ট সম্পন্ন করার বিষয়ে সমস্যার সম্মুখীন হয়ে থাকতে পারেন এই পড়ুয়া।’ তবে তিনি আরও বলেন, ‘তদন্ত পুরোপুরি সম্পন্ন হলে এবং মৃতদেহের ময়নাতদন্তের পরই এই নিয়ে আরও বিস্তারিত জানা যাবে।’ এই ঘটনার এক মাস আগেই ১৪ ফেব্রুয়ারি আইআইটি মাদ্রাজে অপর এক পড়ুয়া আত্মঘাতী হয়েছিলেন। তিনি পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে পড়াশোনা করছিলেন। তিনিও নিজের হোস্টেল রুমেই আত্মঘাতী হয়েছিলেন বলে জানা গিয়েছে।

এদিকে মঙ্গলবারের ঘটনায় এক বিবৃতি প্রকাশ করে আইআইটি মাদ্রাজের তরফে বলা হয়েছে, ‘গভীর যন্ত্রণার সাথে জানানো হচ্ছে যে আইআইটি মাদ্রাজের ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিটেক তৃতীয় বর্ষের এক পড়ুয়ার অকাল মৃত্যু হয়েছে ২০২৩ সালেরর ১৪ মার্চ। ছাত্রের অভিভাবকদের ঘটনার বিষয়ে জানানো হয়েছে এবং আমরা এই দুর্ভাগ্যজনক মুহুর্তে পরিবারের গোপনীয়তাকে সম্মান করার জন্য সবাইকে অনুরোধ করছি। ঘটনায় মৃত পড়ুয়ার পরিবারের প্রতি ইনস্টিটিউট আন্তরিক সমবেদনা প্রকাশ করছে এবং মৃত পড়ুয়ার বন্ধুবান্ধব ও পরিবারের শোকে আমরা সমব্যথী।’ বিবৃতিতে শিক্ষা প্রতিষ্ঠানের তরফে বলা হয়েছে, কোভিড পরবর্তী সময়টি সবার জন্যই খুব কঠিন। ক্যাম্পাসে পড়ুয়া, স্কলার, ফ্যাকাল্টি এবং কর্মীদের মঙ্গলের জন্য যথা সম্ভব পদক্ষেপ করা হবে। এদিকে নির্বাচিত ছাত্র প্রতিনিধি সহ ইনস্টিটিউটের একটি স্থায়ী অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে সম্প্রতি। এই ধরনের ঘটনা খতিয়ে দেখবে এই কমিটি।