Mamata-Akhilesh meet: শুক্রবার কালীঘাটে মমতা-অখিলেশ বৈঠক, খুলবে কী জোটের রাস্তা?

১৭ তারিখ অর্থাৎ শুক্রবার থেকে কলকাতায় শুরু হচ্ছে সমাজবাদী পার্টির কার্যনির্বাহী কমিটির বৈঠক। সেই বৈঠকের মাঝেই শুক্রবার বিকাল পাঁচটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। আগামী বছর লোকসভা নির্বাচন। রাজনৈতিক দলই সেই নির্বাচনের কথা মাথায় রেখে ইতিমধ্যেই সলতে পাকানো শুরু করেছে। তার আগে সমাজবাদীর পার্টি প্রধানের সঙ্গে তৃণমূলনেত্রী এই বৈঠক তাৎপর্যপূর্ণ।

সমাজবাদী পার্টির সহ-সভাপতি কিরণময় নন্দ সংবাদমাধ্যমে এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। তাঁর কথায়, ‘বিজেপি সপার (সমাজবাদী পার্টি) প্রধান শত্রু। আবার তৃণমূল কংগ্রেসের মূল রাজনৈতিক শত্রু বিজেপি। সে দিক থেকে দেখলে দু’দলের একটা মিলের জায়গা রয়েছে।’ (পড়তে পারেন। লক্ষ্মীবারে ১৪ তলায় যাওয়ার আগেই ১২তলায় নামলেন মমতা, ফের চমক নবান্নে)

তিনি আরও বলেন, এর আগেও দু’দলের মধ্যে রাজনৈতিক সখ্যতা ছিল, আগামিদিন তা থাকবে। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে যা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘এই বৈঠক নিয়ে রাজনৈতিক মহলেও যথেষ্ট কৌতুহল রয়েছে। প্রচুর ফোন আসছে এই কী আলোচনা হতে পারে তা জানতে চেয়ে।’

তবে এই বৈঠকে জোটের রাস্তা খুলবে কি না তা নিয়ে তিনি কিছু জানাননি। তবে জোট নিয়ে দলের অবস্থা স্পষ্ট করেছেন তিনি। সপা নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বলেন, ‘বিজেপিকে হারাতে যার যেখানে বেশি শক্তি, তাকে সমর্থন করা উচিত।’ তবে বৈঠকে যে বিরোধী জোট প্রসঙ্গ উঠবে তা বলাই বাহুল্য।

কলকাতায় ১৯ মার্চ পর্যন্ত চলবে সপার কার্যনির্বাহী কমিটির বৈঠক।