Salman Yusuf Khan: ‘বেঙ্গালুরুতে জন্মে কানাড়া বলতে পারেন না!’ বিমানবন্দরে তিক্ত অভিজ্ঞতার শিকার ডান্সার সলমন

Eceনৃত্যশিল্পী তথা কোরিওগ্রাফার সলমন ইউসুফ খান এবার অভিযোগ তুললেন বেঙ্গালুরু বিমানবন্দরে এক খারাপ অভিজ্ঞতার। স্থানীয় কন্নড় ভাষা না বলতে পারার জন্য এক অভিবাসন সম্পর্কীয় অফিসারের কাছ থেকে হেনস্থার শিকার হন সলমন ইউসুফ। সলমনের অভিযোগ, তিনি ‘কর্ণাটকে জন্মগ্রহণ করা সত্ত্বেও কানাড়া ভাষা জানেন না’, এই ইস্যুকে সামনে রেখে তাঁকে হেনস্থা করা হয়েছে।

ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিয়ো ক্লিপ সলমন ইউসুফ খান তুলে ধরেছেন তাঁর তিক্ত অভিজ্ঞতার কথা। তিনি এই ভিডিয়ো ক্লিপে বলছেন, বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে পৌঁছতে তাঁকে এক অভিবাসন অফিসার, স্থানীয় কনাড়া ভাষায় কথা বলতে বলেন। এদিকে কানাড়াতে খুব একটা স্বচ্ছ্বন্দ্য ছিলেন না সলমন ইউসুফ। তিনি ভাঙা ভাঙা কানাড়ায় কথা বলতে থাকেন। তখনই তাঁকে ওই অভিবাসন অফিসার কটাক্ষ করেন বলে সলমনের অভিযোগ। অভিবাসন অফিসার সলমনের পাসপোর্ট দেখে বলেন, ‘আপনি আর আপনার বাবা দুজনেই বেঙ্গালুরুতে জন্মেছেন , আর কানাড়া ভাষায় কথা বলতে পারেন না।’ প্রসঙ্গত, কর্ণাটকে জন্মগ্রহণ করলেও সলমন ইউসুফ বড় হয়েছে সৌদি আরবে। আর তারফলেই তিনি কন্নড় ভাষায় খুব একটা স্বচ্ছন্দ্য নন। উল্লেখ্য, সলমন দুবাই রওনা হওয়ার জন্য বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে পৌঁছন। আর সেখানেই এই তিক্ত অভিজ্ঞতার শিকার হন তিনি। একনজরে দেখা যাক তাঁর শেয়ার করা ভিডিয়োতে কী ধরা পড়েছে। ( ‘ওসব আমার টাকা দাদা..,’ ইডির দফতর থেকে বেরিয়ে কী নিয়ে এমন বললেন বনি?)

প্রসঙ্গত, ভিডিয়োয় এক জায়গায় সলমান বলছেন, তিনি কন্নড় ভালো করে জানেননা বলতে, তবে হিন্দি পারেন বলতে। তখন তাঁকে অভিবাসন দফতর থেকে বলা হয়, সলমনকে ‘যেকোনও কিছুর’ জন্যই ‘সন্দেহ’ করা যেতে পারে। সলমান বলছেন, ‘আমার দেশের রাষ্ট্রভাষা হিন্দি, আমি কানাড়া জানতে যাব কেন? আমি তাঁকে জিজ্ঞেস করেছি, আমাকে কী নিয়ে সন্দেহ করা হচ্ছে? ’ এরপর তিনি ৩ বার প্রায় উচ্চকণ্ঠে এই ইস্যুতে প্রশ্ন করেন ওই সংশ্লিষ্ট অফিসারকে। তখন ওই অফিসার থেমে যান। সলমন বলছেন, এরপর তিনি ওই অফিসারের উদ্দেশে বলেন, ‘যদি আপনার মতো অশিক্ষিত অফিসার এই দেশে থাকেন, তাহলে দেশ কোনও দিনওই উন্নত হবে না।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup