মিথ্যে মামলায় বিরোধীদের হয়রানি? শুভেন্দুর নালিশে সরকারের কাছে রিপোর্ট তলব শাহের

পশ্চিমবঙ্গ সরকার বিরোধীদের নানাভাবে মিথ্য়া মামলায় ফাঁসিয়ে দেয় বলে মাঝেমধ্যেই অভিযোগ তোলেন বিরোধীরা। এবার এনিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিরোধীদের বিরুদ্ধে মিথ্য়া ও সাজানো অভিযোগ করার বিরুদ্ধেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের কাছে রিপোর্ট চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। 

সূত্রের খবর, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীর দফতরে চিঠি পাঠিয়ে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার বিরোধীদের নানা মিথ্যে মামলা ফাঁসিয়ে দিচ্ছে। এরপরই পিএমওর তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি ফরোয়ার্ড করে দেওয়া হয়। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব মৃত্যুঞ্জয় ত্রিপাঠি বাংলার মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর কাছে চিঠি পাঠিয়েছেন। চলতি মাসের প্রথম দিকেই এই চিঠি পাঠানো হয়েছে বলে খবর। 

পশ্চিমবঙ্গ সরকারের কাছে পাঠানো সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর অফিস ও শুভেন্দু অধিকারীর কাছ থেকে চিঠি পেয়ে এই চিঠি ফরোয়ার্ড করা হচ্ছে। বিরোধীদের বিরুদ্ধে মিথ্য়ে ও সাজানো মামলা করছে পশ্চিমবঙ্গ সরকার এই অভিযোগ পাওয়ার পরেই তা নিয়ে জানতে চাওয়া হচ্ছে। 

এনিয়ে যথাযথভাবে যাচাই করে অবিলম্বে রিপোর্টে জমা দেওয়ার জন্য় অনুরোধ করা হয়েছে। ওই চিঠিতে এমনটাই উল্লেখ করা হয়েছে। 

এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত ডিসেম্বর মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চেম্বারে তাঁর সঙ্গে দেখা করেছিলেন। সেই সময় তিনি ৩০টি এফআইআরের কপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দিয়েছিলেন। এমনটাই খবর। এগুলি রাজ্য়ের বিভিন্ন থানায় শুভেন্দুর বিরুদ্ধে করা হয়েছিল। 

তবে শুভেন্দুর এই দাবি নিয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন জানিয়েছিলেন, ওনার কাজই হল  সরকারকে কীভাবে অপদস্থ করা যাবে।

এদিকে শুধু বিজেপি নয়, রাজ্যের সমস্ত বিরোধী দলই অভিযোগ করে একের পর এক নেতা কর্মীকে মিথ্য়ে মামলা. ফাঁসিয়ে দেয় সরকার। এনিয়ে নানাভাবে আন্দোলনেও নেমেছেন বিরোধীরা। কিন্তু তারপরে এখনও একই অভিযোগ।

তবে এবার শুভেন্দু অধিকারীর অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। একেবারে চিঠি দিয়ে এনিয়ে রিপোর্ট তলব করা হল পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে। কিন্তু এরপরে সরকার কী জবাব দেয় সেটাই দেখার। এর সঙ্গেই এই চিঠির জেরে কিছুটা হলেও আস্থা ফিরে পেয়েছেন বিজেপির নেতা কর্মীরা। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup