Amrita Fadanvis: খোদ উপমুখ্যমন্ত্রীর স্ত্রীকে কোটি টাকার ঘুষের প্রস্তাব! দেবেন্দ্রর স্ত্রী অমৃতা দ্বারস্থ হলেন পুলিশের

উপমুখ্যমন্ত্রীর স্ত্রীকে ১ কোটি টাকা ঘুষের প্রস্তাব। সদ্য মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের স্ত্রী অমৃতাকে ১ কোটি টাকা ঘুষের অফার দেওয়ার অভিযোগ উঠল। এই অভিযোগে, এক ফ্যাশন ডিসাইজানর ও তাঁর বাবার নামে দায়ের হয়েছে মামলা। অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু হয়েছে। জানা গিয়েছে, পুরনো এক ফৌজদারি মামলা ধামাচাপা দিতে খোদ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর স্ত্রী অমৃতাকে ১ কোটি টাকার ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে ওই ডিজাইনার  ও তাঁর বাবার বিরুদ্ধে।

পুলিশ সূত্রের খবর, অমৃতাকে ওই ঘুষ দিয়ে পুরনো ফৌজদারি মামলা যাতে ধামা চাপা দেওয়া যায়, তার চেষ্টা করছিল ওই অভিযুক্ত। যেহেতু অমৃতার স্বামী দেবেন্দ্র ফড়নবীশ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব ছাড়াও সেরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, তাই সেই ক্ষমতাবলে যাতে তিনি এই মামলা ধামাচাপা দিয়ে দেন, সেই লক্ষ্যেই এমন ঘুষের অফার বলে জানা গিয়েছে। এই ঘটনার পর, অমৃতা ২০ ফেব্রুয়ারি মালাবার হিল থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন অমৃতা। জানা গিয়েছে,যে ফ্যাশন ডিজাইনারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁর নাম অনীক্ষা বলে জানা গিয়েছে। ১৬ মাসের একাধিকবার অমৃতার সঙ্গে বহুবার দেখা করতে চেয়েছেন অনীক্ষা। শুধু অনীক্ষাই নন, তাঁর বাবাও দেখা করতে চেয়েছেন বহুবার। এরপর ১৮ ফেব্রুয়ারি ও ১৯ ফেব্রুয়ারি অচেনা ফোন নম্বর থেকে দেবেন্দ্র ফড়নবীশের স্ত্রী অমৃতাকে অডিয়ো ও ভিডিয়ো বার্তা দেওয়া হয়েছিল বলে খবর। এখানেই শেষ নয়, স্বয়ং উপমুখ্যমন্ত্রীর স্ত্রীকে আরও বেশ কয়েকটি প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ। বেশ কয়েকজন ‘বুকি’ র সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দিয়ে অমৃতাকে আরও বেশি টাকা পাইয়ে দেওয়ার রাস্তা করে দেওয়ার প্রস্তাব দেন ওই অভিযুক্তরা। এরপরই পুলিশে অভিযোগ জানান অমৃতা। ( ‘ভারত বিরোধী কিছুই বলিনি’, কেমব্রিজ বিতর্কে বিজেপির দাবির মাঝে মুখ খুললেন রাহুল)

পুলিশ জানিয়েছে, অমৃতার বিশ্বাস জিতে নেওয়ার জন্য একাধিক কথা বলে কার্যত আবেগকে নিশানা করে অনীক্ষা। অনীক্ষা জানান, তাঁর মা প্রয়াত। আর অনীক্ষা একাই তাঁর পরিবারের দায়িত্ব নিয়েছে। ফলে এই পরিস্থিতিতে ধীরে ধীরে আবেগকে কাজে লাগিয়ে নানান ঘটনা বলে অনীক্ষা, অমৃতার কাছাকাছি আসতে চাইছিলেন। সেই জাল ফেলেই পরে অনীক্ষা তাঁর বাবাকে দিয়ে ফোন করান অমৃতাকে। এরপর জল নাকের উপর উঠতেই পুলিশের দ্বারস্থ হন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রদফতরের দায়িত্বে থাকা মন্ত্রীর স্ত্রী অমৃতা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup