Former Australian Captain Tim Paine Retires From All Forms Of Domestic Cricket

তাসমানিয়া: জাতীয় দলের হয়ে বহুদিন ধরেই খেলেন না, এবার ঘরোয়া ক্রিকেটকেও বিদায় জানালেন টিম পেন (Tim Paine)। প্রাক্তন অস্ট্রেলিয়ান (Australian Cricket Team) অধিনায়ক পেন আজই সমস্ত ধরনের ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিলেন। তাসমানিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিরুদ্ধে শেফিল্ড শিল্ডের ম্যাচে মাঠে নেমেছিলেন তারকা কিপার-ব্যাটার। এই ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খেলোয়াড় হিসাবে পেনের কেরিয়ারও সমাপ্ত হল।

গার্ড অফ অনার

২০০৫ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের অভিষেক ঘটানোর পর পেন তাসমানিয়ার হয়ে মোট ৯৫টি শেফিল্ড শিল্ড ম্যাচ খেলেছেন। দস্তানা হাতে তাসমানিয়ার হয়ে তাঁর ২৯৬টি সাফল্য সর্বকালীন রেকর্ডও বটে। তবে এবার নিজের কেরিয়ারে ইতি টানলেন তিনি। নিজের শেষ ম্যাচে পেন প্রথম ইনিংসে ৪২ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৩ রানে অপরাজিত থাকেন। অবশ্য ম্যাচটি ড্রয়েই সমাপ্ত হয়। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররাই পেনকে ‘গার্ড অফ অনার’ দিয়ে বিদায় জানান।

 

অস্ট্রেলিয়ান অধিনায়ক পেন

২০০৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটানোর পর অস্ট্রেলিয়ার জার্সি গায়ে ৩৫টি টেস্ট এবং ওয়ান ডে ম্যাচ খেলেছেন পেন। ‘স্যান্ডপেপার গেট’ বিতর্কের পর অজি দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পান পেন। অস্ট্রেলিয়ার হয়ে ২৩টি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেছেন পেন। তাঁর অধীনে অবশ্য ১১টির বেশি টেস্ট জিততে পারেনি অস্ট্রেলিয়া। পেনের নেতৃত্বাধীন অজি দলকে হারিয়েই প্রথমবার অজিভূমে ভারত টেস্ট সিরিজ জিততে সক্ষম হয়েছিল।

অচেনা ধোনি

আর সপ্তাহ দু’য়েকের অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে এবারের আইপিএল (IPL 2023) মরসুম। ইতিমধ্যেই আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলি কিন্তু নিজের নিজের মতো করে আসন্ন মরসুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। সিএসকের হয়ে মহেন্দ্র সিংহ ধোনিও (Mahendra Singh Dhoni) মাঠে নেমে পড়েছেন। ক্রিকেট অনুশীলনের মাধ্যমে প্রস্তুতি তো রয়েইছে মাঝেই তবে এরই মাঝে এক অচেনা ধোনিকে দেখা গেল। 

এই ধোনির হাতে ব্যাটের বদলে রয়েছে গিটার, তিনি লম্বা ছক্কা হাঁকানোর জায়গায় গিটারের কর্ডে মজে। সিএসকের তরফেই নিজেদের সাম্প্রতিক এক সোশ্যাল মিডিয়া পোস্টে ধোনিকে এক সম্পূর্ণ নতুন অবতারে দেখা গেল। ধোনির আপামর সমর্থকরা নিজেদের প্রিয় ক্রিকেটারের এই ভিন্ন রূপ কিন্তু বেশ পছন্দই করেছেন। হু হু করে ভাইরালও হয়েছে তাঁর এই ভিডিও। এইটা ঠিক কীসের ভিডিও তা বোঝা না গেলেও, যতদূর সম্ভব মনে হয় এটি আসন্ন আইপিএলের জন্যই কোনও প্রমোশনাল ভিডিও শ্যুট।

আরও পড়ুন: ভারত-অস্ট্রেলিয়ার দ্বৈরথের সাক্ষী থাকতে ওয়াংখেড়েতে হাজির রজনীকান্ত