IND Vs AUS, 1st ODI: Captain Hardik Pandya Reaction After First Win Against Australia


মুম্বই: রোহিত শর্মার অনুপস্থিতিতে তাঁর কাঁধে ছিল গুরুদায়িত্ব। যেখানে একশোয় পুরো একশো নম্বর পেয়ে গেলেন হার্দিক পাণ্ড্য। ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিল হার্দিক পাণ্ড্যর দল। ম্যাচ জিতে উঠে কে এল রাহুল (K L Rahul) ও রবীন্দ্র জাডেজাকে (Ravindra Jadeja) দরাজ সার্টিফিকেট দিলেন ভারতীয় দলের অধিনায়ক। 

কী বললেন হার্দিক?

ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে হার্দিক পাণ্ড্য বলেন, ”আমরা ব্যাটিং ও বোলিং দুটো বিভাগেই চাপে ছিলাম। কিন্তু সেখান থেকে আমরা মাথা ঠাণ্ডা রেখে এগিয়ে গিয়েছি। ধীরে ধীরে আমরা ম্যাচের রাশ ধরে নিতে পেরেছিলাম। আমি আমার ছেলেদের নিয়ে সত্যিই গর্বিত। যা যা সুযোগ এসেছে, আমাদের ছেলেরা সব লুফে নিয়েছে। জাড্ডু ও গিল দুর্দান্ত ক্যাচ নিয়েছে। ওয়ান ডে ক্রিকেটে অনেক দিন পর ফিরে এসে দারুণ পারফর্ম করল জাডেজা। কে এল রাহুলের সঙ্গে ওঁর পার্টনারশিপটাই আমাদের জয়ের ভিত গড়ে দিয়েছে।” নিজের পারফরম্য়ান্স নিয়ে কথা বলতে গিয়ে জাডেজা বলেন, ”আমি আমার বোলিংটা উপভোগ করছি। ব্যাটিংয়েও ছন্দ ফিরে পেয়েছি। যেভাবে রাহুল ও জাডেজা ম্যাচটা শেষ করল, তা আমাদের অনেকটা আত্মবিশ্বাস জোগাল সিরিজের আগামী ম্যাচগুলোর জন্য।”

লক্ষ্যমাত্রা ছিল মাত্র ১৮৯। কিন্তু একটা সময় ১৬ রান বোর্ডে তুলতেই ৩ উইকেট খুইয়ে বসেছিল ভারতীয় দল। সেখান থেকে অনেকেই আশা করেনি যে ম্যাচ এভাবে জিতে যাবে ভারতীয় দল। কিন্তু অন্যরকম ভেবেছিলেন কে এল রাহুল। টেস্ট সিরিজে ফ্লপ হয়েছিলেন। কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। চারিদিকে সমালোচিত হচ্ছেন। কিন্তু এরই মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ম্যাচ জেতানো অর্ধশতরানের ইনিংস খেললেন ডানহাতি এই কর্ণাটকী ব্যাটার। ৬১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় ভারত। এই নিয়ে টানা ৮টি ওয়ান ডে ম্যাচে জয় পেল ভারত।

মাত্র ১৮৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথম থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে ভারতীয় দল। ঈশান কিষাণ ও শুভমন গিল নেমেছিলেন ওপেনিংয়ে। কিন্তু ২ জনের কেউই বড় রান পাননি। মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন ঈশান। ২০ রান করেন গিল। বিরাট ও সূর্যকুমার যাদবও ফ্লপ হন। প্রথম জয় ৪ রান করলেও দ্বিতীয় জন খাতাই খুলতে পারেননি। তবে এরপর প্রথমে হার্দিক ও পরে জাডেজাকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন কে এল রাহুল। ক্যাপ্টেন হার্দিক ২৫ রান করে ফিরলেও জাডেজা ৪৫ রান করেন। অন্যদিকে ৭টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন রাহুল।