Rahul Dravid Rolls Back The Years, Spotted With Gloves And Bat In Hand In Indian Jersey

মুম্বই: ভারতীয় দলের (Team India) হেলমেট মাথায়, ব্যাট হাতে রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) মাঠে নামতে দেখে এক সময় গ্যালারিভর্তি দর্শক উচ্ছ্বাসে মাতত। সেইসব দিন অতীত। বর্তমানে ভারতীয় দলের কোচের ভূমিকায় ডাগ আউটে বসে থাকতে দেখা যায় কিংবদন্তি ক্রিকেটারকে। তবে শুক্রবার বিসিসিআইয়ের শেয়ার এক ভিডিও আবারও ভারতীয় সমর্থকদের পুরনো দিনের স্মৃতি তাজা করে দিল।

ফিল্ডিং কোচ দ্রাবিড়

বিসিসিআইয়ের শেয়ার করা ভিডিওতে ব্যাট হাতে গ্লাভস, হেলমেট পরে রাহুল দ্রাবিড়কে ফিল্ডিং প্র্যাক্টিস করাতে দেখা যায়। দ্রাবিড় শুভমন গিলকে (Shubman Gill) স্লিপ ক্যাচিংয়ের অনুশীলন করাচ্ছিলেন। প্রসঙ্গত, ভারত-অস্ট্রেলিয়ার প্রথম ওয়ান ডেতে কিন্তু এই অনুশীলনের ফলাফলও হাতেনাতে ধরা পড়ল। গিল শামির বলে স্টোইনিসের একটি ক্যাচ মিস করলেও, ঠিক তার পরেই স্লিপে দুইটি দুরন্ত ক্যাচ ধরেন। 

 

পেনের অবসর

জাতীয় দলের হয়ে বহুদিন ধরেই খেলেন না, এবার ঘরোয়া ক্রিকেটকেও বিদায় জানালেন টিম পেন (Tim Paine)। প্রাক্তন অস্ট্রেলিয়ান (Australian Cricket Team) অধিনায়ক পেন আজই সমস্ত ধরনের ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিলেন। তাসমানিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিরুদ্ধে শেফিল্ড শিল্ডের ম্যাচে মাঠে নেমেছিলেন তারকা কিপার-ব্যাটার। এই ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খেলোয়াড় হিসাবে পেনের কেরিয়ারও সমাপ্ত হল।

২০০৫ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের অভিষেক ঘটানোর পর পেন তাসমানিয়ার হয়ে মোট ৯৫টি শেফিল্ড শিল্ড ম্যাচ খেলেছেন। দস্তানা হাতে তাসমানিয়ার হয়ে তাঁর ২৯৬টি সাফল্য সর্বকালীন রেকর্ডও বটে। তবে এবার নিজের কেরিয়ারে ইতি টানলেন তিনি। নিজের শেষ ম্যাচে পেন প্রথম ইনিংসে ৪২ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৩ রানে অপরাজিত থাকেন। অবশ্য ম্যাচটি ড্রয়েই সমাপ্ত হয়। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররাই পেনকে ‘গার্ড অফ অনার’ দিয়ে বিদায় জানান।

২০০৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটানোর পর অস্ট্রেলিয়ার জার্সি গায়ে ৩৫টি টেস্ট এবং ওয়ান ডে ম্যাচ খেলেছেন পেন। ‘স্যান্ডপেপার গেট’ বিতর্কের পর অজি দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পান পেন। অস্ট্রেলিয়ার হয়ে ২৩টি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেছেন পেন। তাঁর অধীনে অবশ্য ১১টির বেশি টেস্ট জিততে পারেনি অস্ট্রেলিয়া। পেনের নেতৃত্বাধীন অজি দলকে হারিয়েই প্রথমবার অজিভূমে ভারত টেস্ট সিরিজ জিততে সক্ষম হয়েছিল।

আরও পড়ুন: ভারত-অস্ট্রেলিয়ার দ্বৈরথের সাক্ষী থাকতে ওয়াংখেড়েতে হাজির রজনীকান্ত