WB Tourism Brand ambassador Dev: বিশ্বের কাছে বাংলাকে তুলে ধরবেন ঘরের ছেলে! ‘খুব গর্বের দিন’, আপ্লুত দেবের পরিবার

বাংলায় নতুন দায়িত্ব পেয়েছেন অভিনেতা ও তৃণমূল সাংসদ দীপক অধিকারী তথা দেব। বুধবার তাঁকে পর্যটনে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়টি জানাজানি হতেই উল্লাসে মেতে উঠেছেন দেবের ঘনিষ্ঠরা। সোশ্যাল মাধ্যমে দেবকে শুভেচ্ছা জানান তৃণমূল কর্মী-সমর্থকরা। পাশাপাশি ঘাটালে তৃণমূলের দলীয় কার্যালয়ে চলে মিষ্টিমুখ।

ঘাটাল ব্লকের তৃণমূল সভাপতি দিলীপ মাঝি দলীয় কর্মীদের মিষ্টি খাওয়ান। পাশাপাশি দলীয় কার্যালয়ে যান সাংসদের প্রতিনিধি রামপদ মান্না। সেখানেও চলে মিষ্টি মুখ। দেবকে নতুন দায়িত্ব দেওয়ায় খুশি তাঁর আত্মীয়-পরিজন। দেবের জ্যেঠতুতো দাদা সুজিত অধিকারী বলেন, ‘খুব ভালো লাগছে। দেবকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর করা হয়েছে। এটা সত্যি আমাদের কাছে গর্বের বিষয়।’ প্রসঙ্গত, ২০১৯ সালে দ্বিতীয়বার সাংসদ হওয়ার পর বীরসিং উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পান দীপক অধিকারী। সেই সঙ্গে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পরিচালন কমিটির চেয়ারম্যান, ঘাটাল হাসপাতালে রোগী কল্যাণ সমিতির দায়িত্বও পান দেব। 

এবার পর্যটনে ব্র্যান্ড অ্যাম্বাসাডরের দায়িত্ব পাওয়ায় খুশি সেখানকার স্থানীয় মানুষরা। তাঁরা মনে করছেন, এবার পর্যটনে বাংলার উন্নয়ন হবে। এ নিয়ে খুশি ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরাও। এক চিকিৎসকের কথায়, ‘এটা বাংলার জন্য খুব ভালো খবর। পর্যটন শিল্পের আরও প্রসার ঘটবে।’ ঘাটাল শহরের বাসিন্দারাও মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশি। তাঁদের বক্তব্য, দেব এর যোগ্য। এবার পর্যটন শিল্পে ঝড় আসবে বলে তাঁরা মনে করছেন।

অনেকে মনে করছেন, দেব গোটা বিশ্বে ঘুরে বেড়ানো ছেলে। ফলে মুখ্যমন্ত্রী একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এ নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি। সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অশোক সাঁতরা বলেন, ‘দেব একজন সাংসদ। ঘাটালের মানুষ দরকারের সময় যাকে পান না সে কীকরে গোটা বাংলার দায়িত্ব নেবে।’ পাল্টা এবার পর্যটনে বাংলা আরও পিছিয়ে যাবে বলে কটাক্ষ করেছেন সিপিএম নেতা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup